বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের জন্য জেলায় জেলায় ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মাঝেমধ্যে দিনে দু-তিনটে করেও সভা করছেন তৃণমূল নেত্রী। আর এসব করেই একপ্রকার কাহিল হয়ে পড়েছেন তিনি। মঙ্গলবার নিজেই জানালেন, কার্যত কথা বলার শক্তি হারিয়েছেন তিনি।
বৈশাখের গরমে হাঁসফাঁস দশা সাধারণ মানুষের। বাড়ি থেকে বেরনোর আগে দু’বার ভাবেন অনেকে। কিন্তু তার মধ্যেই নির্বাচনী প্রচারে বেরোতে হচ্ছে রাজনীতিকদের। দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করছেন তৃণমূল (TMC) নেত্রী মমতাও। তীব্র রোদ মাথায় নিয়ে অনেকসময় মিছিলে হাঁটতেও দেখা যাচ্ছে তাঁকে। সেই সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ তো রয়েছেই।
মঙ্গলবার যেমন পুরুলিয়ায় দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতো সমর্থনে করেন তৃণমূল নেত্রী। এরপর বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরের (Bishnupur) প্রার্থী সুজাতা মণ্ডলের হয়ে জনসভা করেন তিনি। সেই সভায় দাঁড়িয়েই মমতা জানান, রোজ বক্তৃতা দিতে দিতে কথা বলার ক্ষমতা অনেকটাই হারিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ২৭ লক্ষের শুধু গয়না! সুজাতা যেন সোনায় মোড়া! মোট কত সম্পত্তির মালকিন বিষ্ণুপুরের TMC প্রার্থী?
বিষ্ণুপুরর সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিগত প্রায় দেড় মাস ধরে আমি বাড়ির বাইরে। বলতে গেলে চিৎকার করতে করতে আমি কথা বলার ক্ষমতাই হারিয়ে ফেলেছি’। ওয়াকিবহাল মহলের মতে, বৈশাখের এই গরমের মধ্যে রোজ জেলায় জেলায় ঘুরে সভা করা, মিছিলে হাঁটা, বক্তৃতা রাখা থেকেই হয়তো এমনটা হয়েছে তৃণমূল সুপ্রিমোর।
গতকাল বিষ্ণুপুরের সভায় দাঁড়িয়ে ফের একবার সন্দেশখালির ঘটনা নিয়ে সুর চড়াতে দেখা যায় মমতাকে। সন্দেশখালি ‘স্টিং অপারেশনে’র ভিডিও নিয়ে বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। ভাইরাল ভিডিও সত্যতা কতখানি তা নিয়ে সংশয় রয়েছে অনেকের। বাংলা হান্টও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। তবে বিষ্ণুপুরের সভা থেকে সন্দেশখালি ‘কাঁটা’য় বিজেপিকে বিদ্ধ করেন তৃণমূল নেত্রী।
মমতা বলেন, ‘সন্দেশখালিতে দেখেছেন তো! কীভাবে টাকা দিয়ে মেয়েদের আত্মসম্মান বিক্রি করে দিয়েছিল। এরা করতে পারে না এমন কোনও কাজ নেই। রাতের বেলা গাড়িতে করে লুকিয়ে লুকিয়ে বিজেপি এবং আরএসএসের লোকেরা গিয়ে লোকের বাড়িতে বাড়িতে ভোটের জন্য টাকা বিলি করছে। সঙ্গে দু-একজন মহিলা সাথীকেও নিচ্ছে’।