টানা ২০ দিন ট্রাফিক ব্লক! কবে থেকে পরিষেবা স্বাভাবিক হচ্ছে শিয়ালদায়? নয়া আপডেট দিল রেল

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি রেলের (Indian Railways) বিভিন্ন কাজের জন্য বারবার ট্রাফিক ব্লক করা হয়েছে। পূর্ব রেল একটানা ২০ দিন শিয়ালদা ডিভিশনের দমদম জংশন স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে মোট ৪৮০ ঘণ্টা ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেয়। এই ট্রাফিক ব্লক ছিল ১৮ই এপ্রিল থেকে ৭ই মে পর্যন্ত। ট্রাফিক ব্লক চলাকালীন একদিকে যেমন বাতিল করা হয়েছিল বহু ট্রেন (Train), অন্যদিকে সংক্ষিপ্ত করা হয়েছিল একাধিক ট্রেনের রুট।

বিজ্ঞপ্তি অনুযায়ী গতকাল অর্থাৎ ৭ তারিখ ছিল ট্রাফিক ব্লকের শেষ দিন। নোটিশ অনুযায়ী আজ থেকে স্বাভাবিক হয়ে যাওয়ার কথা শিয়ালদা ডিভিশনে ট্রেন চলাচল। তবে আজ শিয়ালদা স্টেশনে পরিস্থিতি কী? চলুন জেনে নেব। পূর্ব রেলের মুখ্যজনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই বিষয়ে জানিয়েছেন, গতকাল ট্রাফিক ব্লক শেষ হয়ে গেছে।

আরোও পড়ুন : ঠাকুর নয়! রবীন্দ্রনাথের আসল পদবী ছিল অন্য! অবাক লাগছে? জানুন, কবিগুরুর সেই অজানা সত্য

প্রাকৃতিক দুর্যোগের জন্য যদি কোনও সমস্যা হয় সেটি অন্য ব্যাপার। কৌশিক মিত্র জানিয়েছেন, ট্রাফিক ব্লকের জন্য সমস্যা নেই ট্রেন চলাচলে। শিয়ালদা ডিভিশনের বনগাঁ, হাসনাবাদ, ব্যারাকপুর, বিবাদী বাগের মতো কিছু লাইনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল গত ১৮ই এপ্রিল থেকে ৭ই মে পর্যন্ত। এছাড়াও ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছিল মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর, রানাঘাটের মতো লাইনের একাধিক ট্রেনের।

local train (1)

প্রতিদিন শিয়ালদা (Sealdah) স্টেশন থেকে হাজার হাজার যাত্রী যাতায়াত করেন নিজেদের গন্তব্যে। তাই ট্রাফিক ব্লকের ফলে সমস্যায় পড়েছিলেন উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি জেলার বহু মানুষ। আজ থেকে শিয়ালদা লাইনে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। ট্রেনের সমস্যা বিশেষ একটা চোখে পড়েনি। নিত্যযাত্রীরাও পরিষেবা নিয়ে অভিযোগ তোলেননি আপাতত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর