মোহনবাগান দিবসে বিরাট উপহার! কলকাতায় আসছেন বিশ্বকাপ জেতা এই তারকা

বাংলা হান্ট ডেস্ক: মোহনবাগান (Mohun Bagan Super Giant) সমর্থকদের জন্য বিরাট খবর। আগামি ২৯ জুলাই মোহনবাগান দিবসে দলে আসছেন কৃতী ফুটবলার অ্যাঞ্জেল দি মারিয়া (Angel Di Maria)। শোনা যাচ্ছে মূলত শতদ্রু দত্তের উদ্যোগেই দি মারিয়া আসছেন মোহন বাগানে। খবর চাউর হওয়ার পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ভক্তমহলে।

যদিও এটাই প্রথম নয়। এর আগেও ২০২২ ফিফা বিশ্বকাপ (World Cup 2022) জেতা তারকা এমিলিয়ানো মার্টিনেজকে শহরে নিয়ে এসেছিল মোহনবাগান। তাই এবারও অ্যাঞ্জেল দি মারিয়ার শহরে আসার জল্পনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। যদিও বাগান কর্তৃপক্ষ এখনও এই বিষয়টাকে নিশ্চিত করেনি। কারণ, অলিম্পিক্সের দলে মারিয়ার জায়গা না হলে তিনি কলকাতায় আসতে পারবেন।

যদিও শোনা যাচ্ছে, কপা আমেরিকার কারণে অলিম্পিকে না-ও থাকতে পারেন মারিয়া। কারণ পরপর দু’টি বড় টুর্নামেন্টে তাকে খেলানোর ঝুঁকি নেবেনা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আবার কানাঘুষা এটাও শোনা যাচ্ছে যে, কোপা আমেরিকার পর ফুটবল জগত থেকে অবসর নিতে পারেন মারিয়া। সেক্ষেত্রে মারিয়ার কলকাতায় আসার একটা সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

আরও পড়ুন:হামাসের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জের! মোটা বেতনের চাকরি খুইয়ে বসলেন শিক্ষিকা

jualnt13clkyhtp8ylag

তবে এটাই প্রথম নয়। এর আগেও গত দুর্গাপূজার সময় মারিয়াকে কলকাতায় আনার চেষ্টা করা হয়েছিল। তবে সেই সময় সেই চেষ্টা সফল হয়নি। যে কারণে এবার মোহনবাগান দিবসের দিন তাকে দলে আনার মরিয়া চেষ্টা করছে মোহনবাগান কর্তৃপক্ষ। আর এবার তিনি যদি সত্যিই কলকাতায় আসেন তাহলে দলের প্লেয়াররাও অনুপ্রেরণা পাবে। সেই সাথে জোশ বাড়বে ভক্তদের মনেও।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর