৮০০ কেজি সোনা নিয়ে যাচ্ছিল ট্রাক, রাস্তায় গেল উল্টে! তারপর যা হল …

বাংলাহান্ট ডেস্ক : সমাজের প্রভাবশালী ব্যক্তিদের বাড়ি থেকে টাকা-সোনা উদ্ধার হওয়া এখন দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। বিভিন্ন নেতা-মন্ত্রীদের বাড়ি থেকে গোয়েন্দারা বিপুল পরিমাণ টাকা, সোনার গহনা উদ্ধার করছেন মাঝেমধ্যেই। এই আবহে কেজি কেজি সোনা (Gold) ভর্তি ট্রাক (Truck) উল্টে গেল রাস্তায়! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) এরোদ জেলায়।

এই ট্রাকের ভেতর ছিল ৮১০ কেজি ওজনের সোনার গহনা। এগুলির বাজার মূল্য প্রায় ৬৬৬ কোটি টাকা। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাকের চালক ও এক নিরাপত্তারক্ষী। সোনা ভর্তি যে ট্রাকটি উল্টে গেছে সেটি চুরি করা বা লুঠের সম্পত্তি নয়। কোয়েম্বাটর থেকে সালেমে সোনার দোকানে একটি নিরাপত্তা সংস্থা এই সোনাগুলি নিয়ে যাচ্ছিল।

আরোও পড়ুন : রামের কৃপা! ভক্তদের তিলক কেটে এই ক্ষুদে ডাক্তার, ইঞ্জিনিয়ারদের আয়কেও ছাপিয়ে যাচ্ছে

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বৈধ কাগজপত্র রয়েছে এই সোনার। সোনা ভর্তি এই ট্রাকটি মঙ্গলবার ভোরে উল্টে যায় চিথোড়ের কাছে। খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিকের কথায়, কোয়েম্বাটর থেকে সোমবার রাতে সোনা ভর্তি ট্রাকটি রওনা দেয় সালেমের উদ্দেশ্যে।

আরোও পড়ুন : বাবা পরিযায়ী শ্রমিক, মা দিনমজুর! উচ্চমাধ্যমিকে অভাবনীয় সাফল্য প্রীতমের, হতে চান IAS

এই ট্রাকে ছিল প্রায় ৮১০ কেজি সোনা। চিথোড়ের কাছে কোচি-সালেম জাতীয় সড়কে দুটো নাগাদ এই ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এরপর বাঁদিকে এই ট্রাকটি উল্টে যায়। তামিলনাড়ুর (Tamilnadu) এই দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক শশীকুমার ও নিরাপত্তারক্ষী বলরাজ। পুলিশ আহত এই দুজনকে তৎক্ষণাৎ নিয়ে যায় হাসপাতালে।

সোনা ভর্তি গাড়িটি নিয়ে আসা হয় থানায়। জানা গেছে, সালেমের এক ডিলারের এই সোনাগুলি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই গাড়িতে অবৈধ জিনিস পাওয়া যায়নি। সমস্ত পরিমান সোনার বৈধ নথি রয়েছে। সব দিক খতিয়ে দেখার পর পুলিশ এই সোনাগুলিকে অন্য গাড়িতে স্থানান্তরিত করার অনুমতি দেয়।

tamil

এরোডের পুলিশ সুপার জি জওহর জানান, ‘ওই নিরাপত্তা কোম্পানিটি প্রায়ই বেসরকারি ডিলারদের সোনা পরিবহণ করে থাকে। আমরা তদন্ত করে দেখেছি। সবকিছু বৈধ ছিল। শুল্ক বিভাগও তদন্ত করেছে। তারাও জানিয়েছে সবকিছু ঠিকঠাক রয়েছে। তারপরেই তাদের সোনা নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর