Google Pay থেকে সম্পূর্ণ আলাদা! ভারতে লঞ্চ হল Google Wallet, সহজেই করা যাবে এই কাজগুলি

বাংলা হান্ট ডেস্ক: ভারতে লঞ্চ হয়ে গিয়েছে Google Wallet। Google India-র তরফে গত বুধবার এই Digital Wallet পরিষেবা শুরু করা হয়। তবে, Google-এর এই ওয়ালেট পরিষেবা Google Pay-থেকে সম্পূর্ণ আলাদা হবে। যেখানে ব্যবহারকারীরা তাঁদের ক্রেডিট কার্ড থেকে শুরু করে ডেবিট কার্ড, গিফট কার্ড ইত্যাদি ডিজিটালভাবে সংরক্ষণ করতে পারবেন। Google শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভারতে এই Wallet চালু করেছে। এই ব্যক্তিগত ডিজিটাল ওয়ালেটে, ব্যবহারকারীরা তাঁদের কার্ড, টিকিট, পাস, ডিজিটাল কি এবং আইডি সংরক্ষণ করতে পারবেন। Google-এর এই ওয়ালেটটি হবে Digilocker-এর মতো। যেখানে ব্যবহারকারীরা ডিজিটালভাবে আর্থিক নথি সংরক্ষণ করতে পারবেন।

উল্লেখ্য যে, বিগত কয়েকদিন ধরে ভারতের বহু ব্যবহারকারী Play Store-এ Google Wallet অ্যাপ দেখেছেন। যদিও পরে Google India জানিয়েছে যে, এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এমতাবস্থায়, Google আনুষ্ঠানিকভাবে ভারতে তার Wallet পরিষেবা লঞ্চ করেছে।

এটি কিভাবে কাজ করবে: ব্যবহারকারীরা Play Store থেকে Google Wallet ডাউনলোড করতে পারবেন। Google-এর এই Wallet পরিষেবাটি ভারতে ইতিমধ্যে থাকা Google Pay থেকে আলাদা হবে। তবে, Google Wallet চালু হওয়ার পরেও, Google Pay ভারতে একটি স্বতন্ত্র অ্যাপ হিসাবে কাজ চালিয়ে যাবে। Google Wallet অ্যাপের মাধ্যমে, ব্যবহারকারীরা ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই অনলাইনে অর্থপ্রদান করতে সক্ষম হবেন। এই অ্যাপটি Samsung-এর Wallet-এর মতো NFC (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) ফিচারে কাজ করবে। এটি একটি ডিজিটাল ওয়ালেট। যেখানে ব্যবহারকারীরা তাঁদের ডেবিট এবং ক্রেডিট কার্ড লিঙ্ক করতে পারেন এবং একটি ভার্চুয়াল কার্ডও তৈরি করতে পারেন। এছাড়াও ব্যবহারকারীরা Google Wallet অ্যাপে গিফট কার্ড, জিম মেম্বারশিপ, অনলাইন টিকিট, ফ্লাইট টিকিট, রেলওয়ের টিকিট ইত্যাদি ডিজিটালভাবে সংরক্ষণ করতে পারেন।

https://twitter.com/GoogleIndia/status/1788117048695877864?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1788117048695877864%7Ctwgr%5Ec076fa0af01cbc8069b15dd6580a5772bca05819%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatv.in%2Ftech%2Ftech-news%2Fgoogle-wallet-launched-in-india-will-different-from-google-pay-2024-05-08-1043726

 

কি কি করা যাবে: Google India-র মতে, Wallet ব্যবহারকারীরা ডিজিটালভাবে বোর্ডিং পাস, গিফট কার্ড, লয়্যালটি কার্ড, ইভেন্ট, গাড়ির ডিজিটাল কি, অ্যাক্সেস, ট্রানজিট OTA ইত্যাদি সঞ্চয় করতে সক্ষম হবেন। Google Wallet স্বয়ংক্রিয়ভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জিমেইল অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে এবং ব্যবহারকারীরা এই পরিষেবাটি ব্যবহার করতে পারবেন। এই Wallet-এ ব্যবহারকারীরা তাঁদের ট্রেন এবং বাসের পাশাপাশি ফ্লাইট বোর্ডিং পাস সংরক্ষণ করতে সক্ষম হবেন।

আরও পড়ুন: T20 বিশ্বকাপে ভারতীয় খেলোয়াড়দের দাপট! ভাঙা অসম্ভব কোহলি-ধোনি-যুবরাজের এই ৭ টি দুর্ধর্ষ রেকর্ড

Google ইতিমধ্যেই এই Wallet সার্ভিসে PVR-INOX, Flipkart Supercoin, Air India, MakeMyTrip, Air India Express, ixigo, abhibus, hydabad metro rail, pine labs, shopper stop, dominos, easyrewardz, twid, billeasy, BMW, wavelynx, alert enterprise, prudent, Vijay Anand travels ইত্যাদির সাথে অংশীদারিত্ব করছে।

আরও পড়ুন: বন্দে ভারত কিংবা দুরন্ত নয়! ভারতের এই ট্রেনটিই মালামাল করে দিচ্ছে রেলকে, হচ্ছে বিপুল লক্ষ্মীলাভ

কিভাবে Google Wallet ডাউনলোড করবেন:
১. আপনি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে Google Wallet ডাউনলোড করতে পারেন।
২. এর জন্য আপনাকে Google Play Store- এ যেতে হবে।
৩. এরপর আপনাকে Google Wallet সার্চ করতে হবে।
৪. বর্তমানে Google Wallet অ্যাপটি শুধুমাত্র Google Pixel ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান রয়েছে। শীঘ্রই, অন্যান্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি Google Play Store-এ দেখতে পাবেন। Google এটিকে পর্যায়ক্রমে চালু করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর