বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন ধরেই আভাস পাওয়া যাচ্ছিল। ১৫+ টিআরপিতেও (Television Rating Point) এবার কথা দখল করে নিল সন্ধ্যে ৭টার স্লট। ৬০০ পর্ব অতিক্রম করা জগদ্ধাত্রীর এই প্রথম হাতছাড়া হল স্লট। কথা ধারাবাহিকের মাধ্যমে সাহেব ভট্টাচার্য বেশ কিছু সময় পর ফিরেছেন ছোট পর্দায়। সুস্মিতার বিগত দুটি ধারাবাহিক সেভাবে আলোড়ন না ফেললেও, সাহেবের সাথে এই জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের।
কথা এই সপ্তাহে টিআরপি (TRP) লিস্টে রয়েছে তিন নম্বরে। নিম ফুলের মধু এবং ফুলকির বেশ জোর লড়াই চলছে প্রথম স্থান অধিকার করা নিয়ে। পর্ণা-সৃজন ও ফুলকি-রোহিতের জুটি এই সপ্তাহে যৌথভাবে হয়েছে বেঙ্গল টপার। ৬.৬ নম্বর নিয়ে এই দুটি সিরিয়াল টিআরপি লিস্টের শীর্ষস্থানে। গীতা এলএলবি চমকপ্রদ ফল করেছে এই সপ্তাহে। ৫ নম্বর থেকে এই ধারাবাহিক সোজা দু নম্বর স্থানে উঠে এসেছে। এই ধারাবাহিকের নম্বর ৬.৪।
আরোও পড়ুন : মাঠে ধান কাটতে কাটতেই দাদার মুখে শুনল…. উচ্চমাধ্যমিকে কৃতি জোৎস্না এখন সবার গর্ব
এই সপ্তাহে সেরা ১০ সিরিয়ালের (Serials) তালিকা:
প্রথম- নিম ফুলের মধু, ফুলকি (৬.৬)
দ্বিতীয়- গীতা এলএলবি (৬.৪)
তৃতীয়- কথা (৬.৩)
চতুর্থ- জগদ্ধাত্রী (৬.০)
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৫.৮)
ষষ্ঠ- বঁধুয়া (৫.১)
সপ্তম- জল থই থই ভালোবাসা, অনুরাগের ছোঁয়া (৪.৬)
অষ্টম- আলোর কোলে (৪.৫)
নবম- রোশনাই (৪.৪)
দশম- তুমি আশেপাশে থাকলে (৪.২)
‘কোন গোপনে মন ভেসেছে’র কিঞ্জলের কামব্যাকের প্রমো ইতিমধ্যেই ভক্তদের মনের মধ্যে উত্তেজনা সঞ্চার করেছে। তবে শ্বেতা-রণজয় অভিনীত এই ধারাবাহিককে এই সপ্তাহে পঞ্চম স্থানে থাকতে হচ্ছে। অন্যদিকে, রোশনাই ধারাবাহিক প্রথম সপ্তাহে ঢুকে পড়েছে টিআরপি লিস্টের প্রথম দশে। ৪.৪ নম্বর নিয়ে নবম স্থানে রয়েছে স্টার জলসার এই নতুন মেগা।