বাংলা hunt ডেস্ক : এরিত্রিয়া, আফ্রিকার মানচিত্রে অবস্থিত হয়েছে ছোট্ট একটি দেশ।একসময় ইথিওপিয়ার সাথে যুদ্ধে দেশের বেশিরভাগ পুরুষ জীবন হারিয়েছে।তাই কমেছে দেশের পুরুষ সংখ্যা, তাই বিষয়টি বিবেচনা করে সম্পূর্ণ এক অন্যরকম চিন্তা- ভাবনা করলো এদেশের সরকার।
দীর্ঘ সংগ্রামের পর ১৯৯৩ সালে স্বাধীন ঘোষিত হয় এরিত্রিয়া।সম্প্রতি বলবৎ হওয়া আইন অনুযায়ী এইবার থেকে সেই দেশে দুটি বিয়ে করা বাধ্যতামূলক।
প্রতিটি পুরুষ মানুষকে এনিয়ম মেনে চলতেই হবে।প্রসঙ্গত, আরবিক দেশ গুলোর মধ্যে এরিত্রিয়া একমাত্র দেশ যেখানে এমন নিয়ম চালু হলো।