গাড়ি বাড়ি কিসুই নেই! মাথায় ৩৬ লক্ষের ঋণ! অভিষেকের সম্পত্তির পরিমাণ শুনলে চোখে জল আসবে

বাংলা হান্ট ডেস্কঃ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে মনোনয়ন জমা করেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিস্তর কৌতূহল। গতকাল মনোনয়নের সঙ্গে নিয়ম মাফিক হলফনামা দিয়ে নিজের সম্পত্তির (Total Assets) খতিয়ানও তুলে ধরেছেন তৃণমূল নেতা। সেখানে একদিকে যেমন বিগত কয়েক বছরে তার আয়ের পরিমাণ তুলে ধরা হয়েছে, তেমনই বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেবও।

হলফনামায় দেখা যাচ্ছে, নিজের তো নামে কোনও গাড়ি, বাড়ি কিছুই নেই অভিষেকের। তার স্ত্রী সন্তানদের নামেও বাড়ি, গাড়ি নেই। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য অভিষেকের স্থাবর সম্পত্তি বলতে শূন্য। হলফনামা অনুযায়ী, অস্থাবর সম্পত্তি বলতে অভিষেকের হাতে রয়েছে নগদ ৭ লক্ষ ৭৩ হাজার ৩৩৫ টাকা। ব্যাঙ্কে জমা রয়েছে ৮৫ লক্ষ ৪৩ হাজার ৯০৮ টাকা।

তৃণমূলের তিন বারের সাংসদের বিমা রয়েছে ৩১ লক্ষ টাকার। সোনা ও রুপো রয়েছে ২ লক্ষ ২ হাজার ৯৬০। মাথায় ঋণ রয়েছে ৩৬ লক্ষ টাকার। সব মিলিয়ে সাংসদের অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকার। বিবেচনা করলে দেখা যাবে বাংলার বহু হেভিওয়েট প্রার্থীদের থেকে অনেকটাই ‘গরিব’ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের পাশাপাশি স্ত্রী ও সন্তানদের সম্পত্তির তালিকাও মনোনয়নপত্রে তুলে ধরেছেন অভিষেক।

হলফনামার তথ্য অনুসারে, অভিষেকের স্ত্রী রুজিরা নারুলার নামে রয়েছে ৩০ লক্ষ টাকার একটি জীবনবিমা। ৪৫ লক্ষ ৭০ হাজার ৩৮২ টাকার সোনা ও রুপোর গয়না রয়েছে। রয়েছে ৩ লক্ষ টাকার ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলে ও মেয়ে দুই সন্তানের হাতে রয়েছে নগদ ১ লক্ষ ২১ হাজার ৯৪৪ টাকা। সন্তানদের নামে ব্যাঙ্কে জমা রয়েছে ২২ লক্ষ ২ হাজার ৪৩৩ টাকা। পাশাপাশি অভিষেক কন্যা আজানিয়া বন্দ্যোপাধ্যায়ের নামে ৪ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকার সোনা ও রুপো রয়েছে।

Abhishek Banerjee slams BJP from Bardhaman and Hooghly rally

আরও পড়ুন: ‘৫০% DA পাওয়া যাবে এক সপ্তাহে’, হঠাৎ শোরগোল! রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট

হলফনামা অনুযায়ী গত ২০২২ – ২৩ অর্থবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল ৮২ লাখ ৫৮ হাজার ৩৬০ টাকা। ২০২১ – ২২ অর্থবর্ষে তা ছিল ৯০ লাখ ৫০ হাজার ৬৪৩ হাজার। ২০২২ – ২১ অর্থবর্ষে আয় ছিল ১ কোটি ৫১ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। ২০১৯ – ২০ অর্থবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের পরিমাণ ছিল ৬৭ লাখ ৩২ হাজার ৩৭০ টাকা। ২০১৮ – ১৯ অর্থবর্ষে তা ছিল ৭১ লাখ ৫২ হাজার ২০০ টাকা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর