বাংলা হান্ট ডেস্ক :– ভিক্ষাই হল উপার্জনের একমাত্র উপায়, তবে এই ভিক্ষাতেই লাখ খানেকের ও বেশি উপার্জন করে নজির করলেন যুবতী। তিনি যতটাকা উপার্জন করেছেন তা প্রায় ভারতীয় মুদ্রায় ১৯ লাখ টাকার কাছাকাছি। ঘটনাটির কেন্দ্রবিন্দু হল আরব আমিরশাহী।তবে খবরটি প্রকাশ্যে আসতেই ওখানকার পুলিশ গ্রেফতার করে ওই মহিলা কে।
দুবাই পুলিশের এক উচ্চ পদের আধিকারিক, ব্রি.আবদুল হামিদ আব্দুল্লাহ আল হাসিমি জানা, ওই মহিলা আরব আমিরশাহীর নাগরিক নন।
তিনি ভ্রমণ এর কারণে সেখানে গিয়েছিলেন এবং কোনো কারনে ফিরতে না পারায় সেখানে ভিক্ষায় দিন যাপন করতে শুরু করেন। গত মাসে তিনি ভিক্ষা করে ১ লাখ দিরহাম(আরব আমিরশাহী টাকা) আয় করেছেন।’
পুলিশ এর ওই আধিকারিক বলেন, পর্যটন সংস্থা দ্বারা এদেশে এসে ভিক্ষা তে জড়িত হলে এবং তা জানা গেলে ২হাজার দিরহাম জরিমানা করা হবে ওই পর্যটন সংস্থার এবং ওই সংস্থার বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করা হবে।