১০ লক্ষ টাকায় ফাঁকা খাতা জমা দিয়ে ডাক্তার! NEET পরীক্ষায় ভয়ঙ্কর দুর্নীতি, ধৃত ৩

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি নিয়ে তোলপাড় বাংলা। এরই মাঝে এবার NEET পরীক্ষাতেও বড়-সড় দুর্নীতির অভিযোগ (NEET Scam)। ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষাকে কেন্দ্র করেই চলছিল দুর্নীতির চক্র। সেই পর্দা ফাঁস হতেই রীতিমতো শোরগোল। জানা গিয়েছে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে নিট পরীক্ষার্থীর প্রশ্নপত্র সমাধান করার চুক্তি করেছিলেন এক শিক্ষিক। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে স্কুল শিক্ষক এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গুজরাটে। গত ৫ মে এনইইটি (ইউজি) পরীক্ষা ছিল। গুজরাটের গোধরার জয় জলরাম স্কুল পরীক্ষাকেন্দ্রে উপ-সুপারিনটেনডেন্ট এর দায়িত্বে ছিলেন সেখানকারই পদার্থবিদ্যার শিক্ষক, তুষার ভাট। অভিযোগ, এই শিক্ষক আগে থেকেই কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নের উত্তর লিখে দেওয়ার বিষয়ে চুক্তি করেন। পরিক্ষার্থী পিছু ১০ লক্ষ টাকার বিনিময়ে হয় সেটিং। তবে পরীক্ষা শুরুর আগে ফাঁস হয়ে যায় সমস্ত কেলেঙ্কারি।

বেআইনি কার্যকলাপের কথা এক গোপন সূত্রে পৌঁছে যায় পঞ্চমহলের জেলাশাসকের কানে। অভিযোগ পাওয়ার পর তার নির্দেশ মতো পরীক্ষার দিন ওই স্কুলে হানা দেয় জেলার অতিরিক্ত কালেক্টর এবং জেলা শিক্ষা অফিসার-সহ একটি ইনভেস্টিগেশন টিম। এরপরই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বেড়াল। স্কুলে গিয়ে অভিযুক্ত তুষার ভাটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয় ফোন। শিক্ষকের ফোন থেকেই ১৬ জন পরীক্ষার্থীর একটি তালিকা মেলে। যাতে নাম, রোলনম্বর সহ সমস্ত বিবরণ ছিল।

এরপর চেপে ধরতেই অভিযোগ স্বীকার করে নেন অভিযুক্ত শিক্ষক তুষার ভাট। তিনি জানান, ওই তালিকার ছয়জন পরীক্ষার্থীর সঙ্গে প্রশ্নপত্র সমাধানের বিনিময়ে ১০ লক্ষ টাকা করে দেওয়ার বোঝাপড়া হয়েছিল। তল্লাশি চালিয়ে তুষার ভাটের গাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৭ লক্ষ টাকা। এক পরীক্ষার্থী ওই টাকা অগ্রিম হিসাবে দিয়েছিলেন বলে জানা যায়। অভিযুক্ত শিক্ষকের ফোন, নগদ অর্থ সহ গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ।

neet

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বহুদিন জেলবন্দি! এরই মাঝে ফের কপাল পুড়ল মানিকের, কী হল প্রাক্তন পর্ষদ সভাপতির?

জানা গিয়েছে, ঘুষ দেওয়া পরীক্ষার্থীদের যেসব প্রশ্নগুলোর উত্তর জানা নেই, সেগুলো ফাঁকা রাখতে বলা হয়েছিল। পরীক্ষা শেষে খাতা জমা দেওয়ার পর, ওই ফাঁকা জায়গায় উত্তরগুলি লিখে দিত শিক্ষক। যার ‘পারিশ্রমিক’ হিসেবে ১০ লক্ষ টাকা ধার্য করেছিলেন তিনি। গোটা এই দুর্নীতির চক্রে মূল অভিযুক্ত তুষার ভাট ও তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলাশাসক এই বিষয়ে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। ইতিমধ্যেই দায়ের হয়েছে অভিযোগ। চলছে তদন্ত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর