প্রেমিকাকে কুপিয়ে খুন, রক্তমাখা হাতে পুলিশকে ফোন মিঠুর! মুর্শিদাবাদে ফিরল সুতপা হত্যার স্মৃতি

বাংলা হান্ট ডেস্ক : দু’বছর পর ফের একবার উঠে এল সুতপা হত্যাকাণ্ডের স্মৃতি। ঘটনা সেই মুর্শিদাবাদেই (Murshidabad)। নাবালিকা প্রেমিকাকে ফোন করে ডেকে এনে এলোপাথাড়ি ছুরি চালিয়ে খুন করল এক যুবক। অভিযুক্ত মিঠু শেখকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ভরদুপুরে প্রকাশ্যে এমন মর্মান্তিক ঘটনায় কার্যত হতবাক গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী ঘটেছিল এইদিন?

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সকাল থেকেও স্বাভাবিকই ছিলেন মিঠু। তার মা মজিদা বিবি জানিয়েছেন, সকাল থেকে কোনো রকম অস্বাভাবিকত্ব দেখা যায়নি মিঠুনের ব্যবহারে। দুপুরবেলা বেশ পরিপাটি করে খাবারও খেয়েছেন তিনি। এমনকি খাবার খাওয়ার পর ভালো মনেই বাইরে গেছিল মিঠু। তবে যখন সে ফিরে আসে তখন যেন তাকে চেনাই দায় হয়ে পড়েছিল।

মজিদা বিবি জানান, হঠাৎ করেই রক্তমাখা হাত, জামা কাপড়ে রক্ত নিয়ে বাড়ি আসে মিঠু। কাঁদতে কাঁদতে নাকি মাকে বলে, ‘আমি ওকে শেষ করেছি’‌। ঘটনার ঘনঘটায় খানিকক্ষণের জন্য স্তব্ধ হয়ে যান তিনি নিজেও। এরপর ছেলেকে সবটা খুলে বলতে বললে জানা যায় আসল ঘটনা। মায়ের সামনে সবটাই স্বীকার করেছেন মিঠু। শোনা যাচ্ছে, এরপর মিঠু নাকি নিজেই ফোন করেন থানায়। এখন প্রশ্ন হল, এমন কাজ কেন ঘটালো ১৮ বছর বয়সী মিঠু?

আরও পড়ুন:শত অভিযোগ সত্বেও ভরল রাজকোষ, প্যাসেঞ্জার রেভিনিউ বাবদ রেকর্ড আয় ছুঁল পূর্ব রেল

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ। জানা যাচ্ছে, মিঠুই ফোন করে সাবিনাকে আসতে নির্দেশ দেয়। তাদের মধ্যে নাকি দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এইদিন দেখা হওয়ার পর কথাবার্তা কম ঝগড়াই বেশি হচ্ছিল তাদের। বিস্তর কথা কাটাকাটির পর আচমকাই পকেট থেকে ছুরি বের করে সাবিনার উপর কোপ চালাতে থাকে মিঠু। এলোপাথাড়ি ছুরির আঘাতে সাবিনার গলার নলি কেটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন:ধর্ষণের পর নৃশংস কাণ্ড! দু’টুকরোয় মিলল হিন্দু নাবালিকার দেহ, ধৃত মোঃ ফরিয়াদ

পরিবার সূত্রে জানা গেছে, মিঠুর সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সাবিনার। তবে গত কয়েকদিন ধরেই ভাঙন ধরেছিল সেই সম্পর্কে। মিঠুর সন্দেহ, সাবিনার জীবনে কোনও তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল। যে কারণে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন তিনি। এই নিয়েই নাকি কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। আর সেখান থেকেই খুন। তবে প্রাথমিক তদন্ত বলছে, এই খুন ঝোঁকের বশে হয়নি। মিঠু আগে থেকেই খুনের ছক কষে রেখেছিল। আর সেই কারণেই সাবিনার সাথে দেখা করতে যাওয়ার সময় সাথে করে ছুরি নিয়ে গেছিল সে। যদিও তদন্ত শেষ না হওয়া অবধি কোনোকিছুই স্পষ্ট জানানো যাবেনা বলে জানিয়েছে পুলিশ।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর