বাংলাহান্ট ডেস্ক : আমাদের গ্রহ পৃথিবীর একমাত্র উপগ্রহ বা ‘সঙ্গিনী’ চাঁদ (Moon)। যুগ যুগ ধরে এই চাঁদকে কেন্দ্র করে সৃষ্টি হয়ে আসছে কবিতা, উপন্যাস, রূপকথা। তবে বিজ্ঞানী মহলেও চাঁদের গুরুত্ব কিন্তু অপরিসীম। সেই প্রাচীনকাল থেকেই চাঁদকে নিয়ে চলছে গবেষণা। চাঁদের মাটিতে প্রথম মানুষ পাঠায় আমেরিকা। তারপর একাধিক দেশ নিজেদের বিভিন্ন গবেষণার জন্য চাঁদে পাঠিয়েছে কৃত্রিম উপগ্রহ।
তবে এবার আমেরিকার মহাকাশ সংস্থা নাসা (National Aeronautics and Space Administration) চাঁদে ট্রেন চালানোর পরিকল্পনা করছে! নাসার পরিকল্পনা চাঁদের মাটিতে রেললাইন পেতে তাতে ট্রেন ছোটানো। পৃথিবীর থেকে এই রেলপথ কিন্তু বেশ অনেকটাই আলাদা হবে। তবে চাঁদের এই ট্রেন অবশ্য মানুষ পরিবহণ করবে না। নাসা বলছে, মূলত গবেষণা কাজের জন্যই এই রেললাইন তৈরি করা হবে।
আরোও পড়ুন : ভয়াবহ পথ দুর্ঘটনা! অকালে চলে গেলেন ‘ত্রিনয়নী’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী, আহত কয়েকজন
বিভিন্ন পেলোড বহণ করার জন্য এই ট্রেন ব্যবহার করা হবে। পৃথিবী থেকে বিভিন্ন পেলোড চাঁদে পাঠানো হয় গবেষণার কাজের জন্য। নাসার তৈরি এই রেল চাঁদের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহণ করবে এই পেলোডগুলিকে। নাসা তাদের এই পরিকল্পনার নাম দিয়েছে ‘ফ্লোট’ (ফ্লেক্সিব্ল লেভিটেশন অন এ ট্র্যাক)। ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতি ব্যবহার করা হবে ফ্লেক্সিব্ল লেভিটেশন অন এ ট্র্যাক তৈরির জন্য।
নাসা জানাচ্ছে, চাঁদের মাটিতে পাতা হবে নমনীয় ত্রিস্তরীয় ফিল্ম ট্র্যাক। ম্যাগনেটিক লেভিটেশন পদ্ধতির মাধ্যমে এতে থাকবে পেলোড পরিবহণের ব্যবস্থা। এছাড়াও নাসা জানাচ্ছে, শক্তিবিহীন চৌম্বকীয় রোবট থাকবে এই ম্যাগনেটিক লেভিটেশনের উপর, যেগুলি হালকা ভাবে ভেসে থাকবে চাঁদের গ্রাফাইট স্তরের উপর। বিশেষ কোনও চলমান অংশ থাকবে না ‘ফ্লোট’-এ। এগুলো শুধু ভাসবে ফিল্ম ট্র্যাকের উপর।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…