রোড শোয়ের ঠিক আগে বোমাবাজি! পটাশপুর কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ সৌমেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচন নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম তিন দফার নির্বাচন। সোমবার রাজ্যের ৮টি আসনে ভোট চলছে। এই আবহেই সামনে এল একটি বড় খবর। পটাশপুরে বোমাবাজির ঘটনার এবার এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)।

গত ১১ মে পটাশপুর থানার ভগবানপুর বোমাবাজির ঘটনা ঘটে। এবার সেই ঘটনাতেই এনআইএ (NIA) তদন্তের দাবি জানিয়েছেন সৌমেন্দু। ইতিমধ্যেই হাই কোর্টের সবারস্থ হয়েছেন তিনি। জানা যাচ্ছে, পটাশপুরে বোমাবাজির ঘটনায় অতি পুলিশি সক্রিয়তার অভিযোগ তুলে আদালতে গিয়েছেন শুভেন্দু সহোদর।

উল্লেখ্য, গত ১১ মে পটাশপুরে রোড শো ছিল পদ্ম প্রার্থী সৌমেন্দুর। তবে অভিযোগ, তিনি সেখানে যাওয়ার আগেই বোমা ছোঁড়া (Patashpur Bombing Case) হয়। বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল ভীতসন্ত্রস্ত হয়ে এই ধরণের কাণ্ড ঘটাচ্ছে। নির্বাচনে আগে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুনঃ ‘সাধের’ চিংড়ির ব্যবসা অতীত! ভয়ঙ্কর কারবার ছিল শাহজাহানের, বিরাট তথ্য ফাঁস করল CBI

এবার পটাশপুরে রোড শোয়ের ঠিক আগে বোমাবাজির ঘটনায় এনআইএ তদন্তের আর্জি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সৌমেন্দু। তাঁর দাবি, কেন্দ্রীয় এজেন্সিকে তদন্তভার হস্তান্তর করে দেওয়া হোক। এই আর্জি জানিয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন কাঁথির পদ্ম প্রার্থী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন জাস্টিস জয় সেনগুপ্ত।

সৌমেন্দুর আইনজীবীর কথায়, শাসকদলের তরফ থেকে মিছিলের দিকে বোমা ছোঁড়া হয়। অন্যদিকে মামলাকারীর দাবি, এই ঘটনায় পুলিশের তরফ থেকে অতিসক্রিয়তা দেখানো হচ্ছে। সেই কারণে এই ঘটনার তদন্তভার এনআইএ-র  হাতে তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন মামলাকারী। আগামী ১৭ মে এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

Calcutta High Court

উল্লেখ্য, উনিশের লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শিশির অধিকারী। যদিও একুশের বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে অধিকারী পরিবারের সঙ্গে রাজ্যের শাসক দলের দূরত্ব আস্তে আস্তে বাড়তে শুরু করে। এবার তৃণমূলের তরফ থেকে কাঁথিতে দাঁড় করানো হয়েছে উত্তম বারিককে। অন্যদিকে বিজেপির তুরুপের তাস শুভেন্দু সহোদর সৌমেন্দু।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর