বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চল নাকি ইন্দো-গাঙ্গেয় সমভূমি। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) এর সমীক্ষা তেমনি বলে। জানা গিয়েছে যে, ২০২৪ সালের এপ্রিল মাসে আইজিপি বা ইন্দো-গাঙ্গেয় সমভূমির ২০ মিলিয়নেরও বেশি শহরের তালিকায় PM2.5 ঘনত্বের ক্ষেত্রে ১২ নং স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। দ্বিতীয় স্থানে রয়েছে আসানসোল। আর দুর্গাপুর রয়েছে চতুর্থ স্থানে।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ) বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চল নিয়ে একটি তালিকা তৈরি করেছে। জনসংখ্যার সর্বাধিক ঘনত্বের নিরিখে বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চল হিসাবে বিবেচিত ইন্দো-গাঙ্গেয় সমভূমি। তালিকা একেবারে প্রথমে রয়েছে পাটনা। পঞ্চম স্থানে রয়েছে দিল্লি এবং বারানসী সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে গণ্য হয়েছে বলে জানা গিয়েছে।
আরোও পড়ুন : চরম খারাপ খবর! একধাক্কায় এত টাকা বাড়বে মোবাইল রিচার্জ, দেখুন কোন সিমে কত এক্সট্রা পড়বে
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর রিপোর্টে বলা হয়েছে, জটিলতম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে সূক্ষ্ম কণা (PM2.5)। এই কনা ফুসফুসের গভীরে প্রবেশ করতে সক্ষম। শুধু তাই নয়, রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে এই কণা। এক ব্যক্তির ফুসফুস এবং হার্টকে এই কণা প্রভাবিত করতে পারে খুবই খারাপ ভাবে। ২০২৪ সালের এপ্রিলে লক্ষণীয় উন্নতি হয়েছে বায়ু মানের।
আরোও পড়ুন : কলকাতা মেট্রো এবার চলে যেতে পারে বেসরকারি সংস্থার হাতে! আশঙ্কা বাড়ছে কর্মী মহলে
জানা গিয়েছে যে, মার্চ মাস থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়ে ৬৫টি শহর ‘ভাল’ ক্যাটাগরির মধ্যে পড়েছে। ‘সন্তোষজনক’ ক্যাটাগরিতে ১৫০টি শহর রয়েছে। মধ্যমান’ ক্যাটাগরির শহরের সংখ্যা কমে হয়েছে ৩৩টি। তবে, বৃদ্ধি পেয়েছে ৬টি শহর-সহ ‘দরিদ্র’ শ্রেণীভুক্ত শহর। শুধুমাত্র একটি শহর খুব খারাপ বিভাগের অধীনে ছিল বলে জানান CREA-এর সুনীল দাহিয়া।
২০২৪ সালের মার্চ মাসে, ‘সন্তুোষজনক’ বিভাগে ছিল ১৬৩টি শহর। ‘মধ্যমান’ বিভাগে ছিল ৪৯টি শহর। ‘ভাল’র বিভাগে ৪৩টি শহর রয়েছে। ‘খারাপ’ এবং ‘খুব শহরের তালিকায় ছিল একটি করে শহর। তবে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জন্য উদ্বেগের কারণ কলকাতা, আসানসোল এবং দুর্গাপুর। কারণ, কলকাতার PM2.5 ঘনত্ব ৪১ µg/m3, আসানসোলে ৯২ এবং দুর্গাপুরে ৮৮ µg/m3।