“বিজেপি ১০০ থেকে ১২০-র বেশি আসন পাবে না”: অনুব্রত

 

বাবলু প্রামাণিক বারুইপুর ;

৫ বছরে কি করেছে নরেন্দ্র মোদী ,যে নিজের স্ত্রীকে ভাত দেয় না ,পরিবারকে ভালো বাসে না সে মানুষের পরিবার কে কি করে ভালো বাসবে। এই মোদীর সরকার আর ফিরে আসবে না। বিজেপি ভারতে ১০০ থেকে ১২০ টির বেশি আসন পাবে না।এমন কথাই বললেন বীরভূমের জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। বারুইপুরের রেল মাঠে তৃনমূল কংগ্রেস পারথি মিমি চক্রবর্তীর সমর্থনে এক সভায় এসে এই কথা বলেন বীরভূমের তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

 

সোমবার সন্ধেতে এই সভায় ছিলেন মন্ত্রি লক্ষিরতন শুক্লা, বিধায়ক বৈশালী ডালমিয়া ,অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। এদিনের সভা থেকে বীরভূমের তৃনমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, প্রধান মন্ত্রি গালি দিচ্ছে আর মিথ্যা কথা বলছে। আর এক জন গুজরাট থেকে এসে মিথ্যা কথা বলছে। বিজেপির লোকেরা সবুজ সাথির সাইকেল চড়ছে। পাগলের মত শ্রি রাম কে রাস্তায় নামানো হচ্ছে। এর পাশাপাশি কেন্দ্রিয় বাহিনিকে তোপ দেগে বলেন, কেন্দ্রিয় বাহিনিকে শ্রদ্ধা করি, বুথের বাইরে আপনারা দাঁড়াবেন। মানুষ ভয় পাবে না কেন্দ্রিয় বাহিনিকে। আর কেন্দ্রিয় বাহিনি আমাদের ভয় দেখাবেন না ,ভুল হলে শুধরে দেবেন।

243f3 img 20190514 wa0012

বসিরহাটের বিজেপি পারথিকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল বলেন, কে কাকে গুলি করবে তা দেখা যাবে। তৃনমূলের কর্মীদের উদ্দেশে অনুব্রতর বার্তা সকাল সকাল মানুষ ভোট দেয় দেখবেন ।আর সবাই ভোট দেবেন।প্রত্যেক বুথে নকুলদানা রাখবেন মানুষ কে দেবেন। বিজেপির পারথি অনুপম হাজরা কে নিয়ে অনুব্রত মণ্ডল বলেন, বাজে ছেলে দাঁড়িয়েছে ভোটে বোল পুর থেকে তাড়িয়ে দিয়েছি। সকালে অফিসে এসে ডাব তুলত,গুক্লজ দিত। ৩ লক্ষ ভোটে হারবে। হেরে যাওয়ার পর কাঁকুড় গাছি যাবে। ওকে ভোট দিলে ভোট জলে যাবে। ভালো নয় অতি বাজে।

সম্পর্কিত খবর