শুভেন্দু গড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার অনুমতি দিল না সরকারি কলেজ! আসল কারণ ‘ফাঁস’ হতেই শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের আবহে শুভেন্দু-গড়ে কপ্টার অবতরণ বিতর্ক! ভোটের আবহে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত এপ্রিল মাসের পর ফের আজ সেখানে কর্মসূচি রয়েছে তাঁর। তবে তার আগে মাথাচাড়া দিয়ে উঠেছে কপ্টার অবতরণ বিতর্ক (Helicopter Landing Controversy)! খোদ মুখ্যমন্ত্রীর কপ্টার নামায় নিষেধাজ্ঞা একটি সরকারি কলেজের!

মুখ্যমন্ত্রীর সভা বলে অনেকদিন ধরেই সাজো সাজো রব কাঁথি (Kanthi) জুড়ে। মমতাকে চোখের সামনে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনেকেই। এই আবহে কপ্টার অবতরণ বিতর্কে সরগরম শুভেন্দু-গড় (Suvendu Adhikari) কাঁথি। খোদ মুখ্যমন্ত্রীর কপ্টার নামার ক্ষেত্রে মাঠ ব্যবহার করার অনুমতি দিল না কাঁথি কলেজ (Kanthi College)। কর্মসূচির শুরুতেই তৃণমূল বড়সড় ধাক্কা খেল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কলেজ সূত্রে জানা যাচ্ছে, গত ১ মে তাদের একটি অঙ্গীকার করতে হয়েছে। ভোট না হওয়া অবধি কলেজের কোনও সম্পত্তি রাজনৈতিক কোনও কাজে ব্যবহার না করতে দেওয়ার অঙ্গীকার করতে হয়েছে। গত ২ মে থেকে কলেজের সমস্ত সম্পত্তি নির্বাচনের কাজে ব্যবহৃত হচ্ছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর হেলকপ্টার নামার অনুমতি কীভাবে দিতে পারে কলেজ কর্তৃপক্ষ? সেই জন্যই মমতার হেলিকপ্টার নামার ক্ষেত্রে মাঠ ব্যবহার করতে দেওয়া হয়নি বলে খবর।

আরও পড়ুনঃ ময়না কাণ্ডে মুখ পুড়লো রাজ্যের! NIA-ই তদন্তই বহাল, জানাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই তমলুকে তৃণমূলের নির্বাচনী পরিকল্পনা ‘ঘেঁটে ঘ’ হয়ে গিয়েছে। কারণ দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা নিয়ে দলের অন্দরে দ্বন্দ্ব থাকতে পারে বলে অনুমান। যুব সম্প্রদায়ের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

suvendu adhikari targets mamata banerjee

অন্যদিকে কলেজের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কপ্টার নামার অনুমতি না দেওয়া নিয়েও ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এভাবে কপ্টার অবতরণের ক্ষেত্রে কলেজের আপত্তি জানানোর বিষয়টি নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। যদিও কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি অসীম মিশ্রের কথায়, এটা অস্বাভাবিক কিছু নয়। নির্বাচন কমিশনের নির্দেশেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টার অবতরণের ক্ষেত্রে না বলে দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর