ফের পড়বে পকেটে টান! দাম বাড়তে চলেছে Airtel-এর রিচার্জ প্ল্যানের, চিন্তায় ব্যবহারকারীরা

বাংলা হান্ট ডেস্ক: Airtel-এর গ্রাহকদের জন্য এবার একটি বড় খবর সামনে এসেছে। যেটি নিঃসন্দেহে তাঁদের চিন্তা বৃদ্ধি করবে। এমতাবস্থায়, আপনিও যদি Airtel-এর একজন গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। কারণ, আগামী দিনে বড় ধাক্কার মুখে পড়তে পারেন Airtel ব্যবহারকারীরা। ওই সংস্থা তার রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে দিতে পারে। ইতিমধ্যেই সংস্থার CEO গোপাল ভিট্টল (Gopal Vittal) রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধির বিষয়ে বড় ইঙ্গিত দিয়েছেন।

এই কারণে রিচার্জের দাম বাড়বে: গোপাল ভিট্টল সম্প্রতি জানিয়েছেন যে, আগামী দিনে মোবাইলের চার্জে বৃদ্ধি করার প্রয়োজন হবে। তিনি বলেছেন যে, বর্তমানে ব্যবহারকারী প্রতি গড় আয় অর্থাৎ কোম্পানির ARPU (Average Revenue Per User) প্রায় ২০০ টাকা। কিন্তু এটির প্রকৃত হার প্রায় ৩০০ টাকা। তবে, তিনি আরও বলেছেন যে এটি ৩০০-র কাছাকাছি পৌঁছলেও এটি হবে বিশ্বের সর্বনিম্ন ARPU।

Airtel's recharge plans are going up in price.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২০২৪ সালের অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের জন্য Airtel-এর ARPU ২০৯ টাকা নথিভুক্ত করা হয়েছে। এদিকে, ২০২৩ সালের চতুর্থ ত্রৈমাসিকে কোম্পানির ARPU ছিল ১৯৩ টাকা। ভিট্টল বলেন যে, সমগ্র শিল্পের ক্ষেত্রেই ট্যারিফের একটি বড় পরিবর্তন প্রয়োজন।

আরও পড়ুন: ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে “এন্ট্রি” আদানির! শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের তালিকায় পিছিয়ে গেলেন আম্বানি

ব্যবহারকারীদের চিন্তা বাড়তে পারে: তিনি আরও বলেন যে, গত দুই ত্রৈমাসিকে ARPU বৃদ্ধি পেয়েছে। তবে এটি আরও বাড়াতে হবে। ভিট্টল জানান, এই সময়ে টেলিকম সেক্টরে ট্যারিফ বাড়ানো দরকার। আর তাঁর এই বক্তব্য এটাই স্পষ্ট করে দেয় যে, আগামী দিনে Airtel-এর প্ল্যানগুলির ফের দাম বাড়তে পারে।

আরও পড়ুন: গম্ভীর নন, শ্রেয়সই সেরা! আইয়ারের অধিনায়কত্বে IPL-এ ইতিহাস গড়ল KKR

প্রসঙ্গত উল্লেখ্য যে, টেলিকম সেক্টরের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলের পরে, Airtel-এর CEO Vodafone-Idea-কে বিনিয়োগ বাড়ানোর জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দেশে ৩ টি টেলিকম কোম্পানি থাকলে জনগণ আরও ভালো পরিষেবা পাবে। তিনি বলেছেন, তাঁর কোম্পানি এখন 4G-তে বিনিয়োগ করা বন্ধ করে দিয়েছে এবং এখন কোম্পানির ফোকাস সম্পূর্ণভাবে 5G-তে রয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর