সতর্ক করেছিলেন বাইডেন! এবার কর্মীদের চিন ছেড়ে অন্য দেশে বসতি স্থাপনের নির্দেশ দিল Microsoft

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফ্ট (Microsoft, US) তাদের কর্মীদের চিন (China) ছেড়ে অন্য দেশে বসতি স্থাপন করতে বলেছে। মূলত, ওই কর্মচারীরা কোম্পানির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ক্লাউড বিজনেসে কাজ করেন। এমতাবস্থায়, কর্মচারীদের অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ডের মতো দেশে বসবাস করার বিকল্প দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যে, ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে উত্তেজনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আমেরিকা ও চিনের মধ্যে ফের আন্তর্জাতিক রাজনীতি ও ব্যবসায়িক সম্পর্ক ভালো যাচ্ছে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি আমেরিকান প্রযুক্তিতে চিনের প্রবেশাধিকার সীমিত করার কথা বলেছেন। যার মধ্যে রয়েছে AI-র মতো উন্নত প্রযুক্তি।

ওয়াল স্ট্রিট জার্নাল তার সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে যে, মাইক্রোসফ্ট কোম্পানির ৭০০ থেকে ৮০০ কর্মী চিন ছাড়া অন্য কোনো দেশে স্থায়ী হওয়ার প্রস্তাব পেয়েছেন। যার মধ্যে রয়েছে আমেরিকা, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ।

আরও পড়ুন: প্রেমে পড়েছেন রিঙ্কু, হোটেলে হাঁটু গেড়ে কাকে ভালোবাসার প্রস্তাব দিলেন KKR তারকা?

এটাও বলা হচ্ছে যে, তাঁরা চিনা নাগরিকত্ব প্রাপ্ত কর্মচারী। যাঁদের বেশিরভাগই ইঞ্জিনিয়ার এবং তাঁরা মেশিন লার্নিং এবং ক্লাউড কম্পিউটিংয়ের মতো বিষয়ে কাজ করছেন। এটাও বলা হচ্ছে যে কোম্পানি জানিয়েছে, এই অদল-বদল রুটিনের একটি অংশ এবং কোম্পানির অভ্যন্তরীণ কার্যাবলিতে এটি করা হয়ে থাকে।

আরও পড়ুন: IIT ড্রপ আউট হয়েও Google Cloud-এর CEO! “বস” সুন্দর পিচাইয়ের থেকেও বেশি সম্পদের মালিক থমাস

সংস্থাটি আরও বলেছে যে, তারা চিনের সাথে ব্যবসা চালিয়ে যাবে এবং চিনে কার্যক্রমও অব্যাহত থাকবে। তবে এই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি যে কোনো কর্মচারী ওই প্রস্তাবটি মেনে অন্য দেশে গিয়েছেন কি না?

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর