এবার আধার কার্ড থাকলেই হবে বাজিমাত! ফ্রি’তেই পেয়ে যাবেন সিলিন্ডার, দেখুন কীভাবে মিলবে সুবিধা

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে অধিকাংশ বাড়িতে রান্না হয় গ্যাস সিলিন্ডারে। তবে গ্যাস সিলিন্ডারের (Liquified Petroleum Gas) দাম ক্রমাগত বাড়তে থাকায় অনেকেই পড়েছেন চিন্তায়। আবার অনেক পরিবারের আর্থিক অবস্থা খারাপ থাকায় নিতে পারছেন না নতুন গ্যাস সিলিন্ডারের কানেকশন। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগিয়ে এসেছেন দরিদ্র পরিবারের মা-বোনেদের কথা ভেবে।

কেন্দ্রীয় সরকার বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়া শুরু করেছে বেশ কিছু বছর হল। আপনার যদি আধার কার্ড থাকে তাহলে আপনিও পেয়ে যাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের কানেকশন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পে শুধুমাত্র আবেদন করতে পারবেন মহিলারা।

আরোও পড়ুন : হরেক আমের হরেক নাম! জানেন, ‘ফলের রাজা’র এমন আলাদা নামকরণের কারণ কী?

প্রকল্পে আবেদনের জন্য ১৮ বছরের বেশি আবেদনকারীর বয়স হতে হবে। আবেদনকারীর ঠিকানায় এলপিজি কানেকশন না থাকলে এই প্রকল্পে আবেদন করা যাবে। এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন এসসি, এসটি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, অনগ্রসর শ্রেণী, বনবাসী, দরিদ্র পরিবারের মহিলারা।

আরোও পড়ুন : সতর্ক করেছিলেন বাইডেন! এবার কর্মীদের চিন ছেড়ে অন্য দেশে বসতি স্থাপনের নির্দেশ দিল Microsoft

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় দেশের সমস্ত বিপিএল পরিবারকে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে এলপিজি গ্যাস সিলিন্ডার কানেকশন দিয়ে থাকে। এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী মহিলার আধার কার্ড (Aadhaar Card) ও কেওয়াইসি করা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর থাকা বাধ্যতামূলক। এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে ভিজিট করতে হবে www.pmuy.gov.in- ওয়েবসাইটে। 

update aadhaar card details online for free 1684817003533 1684817003725

সেখানে গিয়ে বেছে নিতে হবে এলপিজি কোম্পানি। এরপর একটি অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় নথি সহ যেতে হবে ডিস্ট্রিবিউটরের কাছে। আবেদনপত্র জমা করলে কিছুদিন সময় লাগতে পারে মঞ্জুরের জন্য। সমস্ত নথি খতিয়ে দেখে আপনাকে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকার লক্ষ লক্ষ পরিবারকে বিনামূল্যে উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করেছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর