জাল নথি বানিয়ে ৪০০ কৃষকের জমি বিক্রি! ‘মাফিয়াদের’ ধরতে এবার পথে নামলেন BJP প্রার্থী অনির্বাণ

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোট বাংলার হাইভোল্টেজ কেন্দ্র গুলির মধ্যে একটি যাদবপুর। লোকসভা নির্বাচনে (Loksabha Vote) অন্যতম গুরুত্বপূর্ণ আসন হতে চলেছে এই কেন্দ্র। ভোটের মুখে যেখানে যাদবপুরের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী থেকে শুরু করে সিপিএমের সৃজন ভট্টাচার্যরা ভোট প্রচারে ব্যস্ত সেখানে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Jadavpur BJP Candidate Anirban Ganguly) পথে নামলেন জমি মাফিয়াদের বিরুদ্ধে আওয়াজ তুলতে।

অভিযোগ সোনারপুরের বামনগাছি এলাকায় প্রায় ৫০০ বিঘা জমির নথি জাল করে বিক্রি করে দেওয়া হয়েছে। কারচুপি করে কেড়ে নেওয়া হয়েছে গরিব কৃষকদের জমি। আর চাঞ্চল্যকর এই ঘটনাকে কেন্দ্র করেই তার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা কিষাণমোর্চা। যার নেতৃত্বে ছিলেন শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্ণধার তথা যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়।

জমি মাফিয়াদের বিরুদ্ধে বারুইপুর এসডিও অফিসের সামনে এই অবস্থান এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে গেরুয়া শিবির। প্রতিবাদ কর্মসূচী থেকে অনির্বাণ বলেন, “স্থানীয় পুলিশ সুপার এবং সোনারপুর থানার আইসি’ অভিযোগ নিচ্ছেন না। সাধারণ কৃষক মানুষের জমি চুরি হয়েছে। রাজনৈতিক চাপেই এসব করছেন তারা। থানা বা এসপি যখন অভিযোগ নেয় না তখন তারা ভালো করেই জানেন কারা এর সাথে যুক্ত আছেন।”

anirban bjp 2

আরও পড়ুন: একের পর এক নির্দেশ অমান্য! এবার রাজ্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল হাইকোর্ট

এরপরই হুঁশিয়ারি দিয়ে বিজেপি প্রার্থী বলেন, “অভিযোগ না নিলে আমরা উচ্চ আদালতে যাব। ইডি সিবিআই করব। তদন্তকারী সংস্থা যখন তদন্ত করবে তখন যারা অভিযোগ নেয়নি তাদেরও ছাড়বেনা।” প্রসঙ্গত, সোনারপুর, বামনগাছি এবং বারুইপুরের জগদীশপুর মৌজায় কৃষকদের জমির নথি জাল করে বিক্রি করে দেওয়ার মত বিস্ফোরক অভিযোগ সামনে আসে। অভিযোগ অন্তত ৩০০ থেকে ৪০০ জন কৃষকের জমির নথি জাল করে বিক্রি করা হয়। আগে অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেফতার করলেও পরে সবাই জামিন পেয়ে যান। এবার এই জমি মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি তুলে পথে নামলেন অনির্বাণ।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর