এক্কেবারে কম খরচ! এই কলেজেই স্বল্পমূল্যে পড়তে পারবেন MBBS, জেনে রাখুন শিক্ষা প্রতিষ্ঠানের কথা

বাংলাহান্ট ডেস্ক : এমবিবিএস (MBBS) ডাক্তার হতে অনেকেই চায়। বড়দের ডাক্তার হয়ে গ্রামে গঞ্জে গিয়ে গরীব মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে অনেকেই এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ আবার চেষ্টা করেন মা-বাবার পূরণ না হওয়া স্বপ্ন এমবিবিএস ডাক্তার হয়ে পূরণ করতে। আবার অনেকেই ডাক্তার হয়ে বিদেশে চাকরি করতে চান।

তবে মূল লক্ষ্য যদি এমবিবিএস (Bachelor of Medicine and Bachelor of Surgery) ডাক্তার হওয়া হয়ে থাকে সেক্ষেত্রে নামকরা অথচ সাশ্রয়ী মূল্যের কোন কলেজ থেকে ডিগ্রী অর্জন করলেই ভালো। এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য, প্রথমে NEET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ভালো করে পড়াশুনা করা এবং টিউশন নেওয়া জরুরী।

আরোও পড়ুন : এক্কেবারে পাল্টে যাচ্ছে গোল্ড লোনের নিয়ম! নয়া নির্দেশিকা জারি RBI’র, আমজনতার লাভ নাকি ক্ষতি ?

একবার যদি এই পরীক্ষায় পাশ করে যাওয়া যায় তাহলে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। যেমন অনেক মেডিকেল কলেজ রয়েছে যেখান থেকে আপনি ডাক্তারি পড়তে পারবেন। কিন্তু এমবিবিএস করার জন্য দেশের সবচেয়ে সস্তা কলেজ কোনটি? সেটা কি জানেন? আজকের এই প্রতিবেদন থেকে আমরা জেনে নেব, এমবিবিএস করার জন্য দেশের সবচেয়ে সস্তার তিনটি মেডিকেল কলেজ সম্পর্কে।

আরোও পড়ুন : বাবা রাজমিস্ত্রি, মা বাঁধেন বিড়ি! মোমের আলোয় পড়াশোনা করে আজ বিচারকের আসনে ছেলে

এক্ষেত্রে প্রথমেই নাম আসে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। চাইলে এখান থেকে অন্যান্য কলেজের থেকে সাশ্রয়ী মূল্যে এমবিবিএস পড়তে পারবেন। এর পরই নাম আসে,দুই নম্বরে রয়েছে ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত এই প্রতিষ্ঠান। এখান থেকেও মোটামুটি সাশ্রয়ী মূল্যে এমবিবিএস পড়তে পারবেন।

rg kar hospital

কম খরচে এমবিবিএস পড়ানোর দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে খ্রিস্টান মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজটি তামিলনাড়ুর ভেলোরে অবস্থিত। আজকের প্রতিবেদনে উল্লেখিত মেডিকেল কলেজের তথ্য leverageedu.com ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। তাই এই ওয়েবসাইটে গিয়ে এমবিবিএস পড়ার জন্য নিজের পছন্দের কলেজ খুঁজে নিন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর