“মন্দির শহর বিষ্ণুপুরকে প্রণাম”, প্রথমবার এসেই মন জিতলেন মোদী, মা সারদার ছবি সহ শঙ্খ উপহার সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটের আবহে সরগরম সর্বত্র। গরমের উত্তাপের সাথে সাথে বজায় রয়েছে নির্বাচনের উত্তাপও। এই আবহেই প্রচারের ক্ষেত্রে কোনোরকম খামতি রাখা হচ্ছে না। এমতাবস্থায়, পঞ্চম দফার ভোটের ঠিক আগেই রাজ্যের (West Bengal) একাধিক জায়গায় বিশাল জনসভায় উপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার পুরুলিয়া সহ বিষ্ণুপুর এবং মেদিনীপুরের জনসভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।

এদিকে, বিষ্ণুপুরের মাটিতে এই প্রথমবার এসেছিলেন মোদী। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর প্রচারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সেখানে উপস্থিত সবার মন জয় করে নেন। পাশাপাশি, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মা সারদার একটি বাঁধানো ছবি তাঁর হাতে তুলে দেন সৌমিত্র খাঁ।

Prime Minister Narendra Modi won everyone's hearts by coming to Bishnupur.

এছাড়াও, তিনি মোদীকে বাঁকুড়ায় তৈরি হওয়া একটি শঙ্খও উপহার দেন। যার পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী আপ্লুত হয়ে তাঁর “লোকাল ফর ভোকাল” কর্মসূচির দিকে বিশেষ দৃষ্টি নিক্ষেপের প্রসঙ্গও তুলে ধরেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প সমগ্র দেশ তথা বিশ্বে অত্যন্ত বিখ্যাত। এমতাবস্থায়, প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: এই ৩ টি কারণেই ঘটেছে বিপত্তি! বিক্রির দোরগোড়ায় উপস্থিত Haldiram

এদিকে, বিষ্ণুপুরের জনসভায় উপস্থিত হয়ে মোদী তাঁর বক্তব্যের শুরুতেই বাংলায় কথা বলে সবাইকে আকৃষ্ট করে নেন। তিনি বলেন, “মন্দির শহর বিষ্ণুপুরকে আমি প্রণাম জানাই।” পাশাপাশি, মঞ্চ থেকেই তিনি দৃপ্ত কণ্ঠে জানান, “আপনার স্বপ্ন, মোদীর সংকল্প”। সেখানে উপস্থিত বিপুলসংখ্যক মানুষকে নির্বাচনে সৌমিত্র খাঁর উদ্দেশ্যে তিনি ভোট প্রদানের আর্জি জানান।

Prime Minister Narendra Modi won everyone's hearts by coming to Bishnupur.

এই প্রসঙ্গে তিনি বলেন, “বিষ্ণুপুর থেকে আমাদের সবার সাথী সৌমিত্র খাঁ-জিকে বিপুল ভোট দিয়ে দিল্লি পাঠান এবং মোদীকে মজবুত করুন।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রধানমন্ত্রী রবিবারে তিনটি জনসভা থেকেই ভোটব্যাঙ্কের রাজনীতি এবং হিংসার জন্য রাজ্যের তৃণমূল সরকারকে তীব্রভাবে নিশানা করেন। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী বিজেপি সরকারের আমলে করা উন্নয়নমূলক কাজগুলির কথাও মানুষের সামনে তুলে ধরেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর