বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আবহে সরাসরি নাম নিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল নেত্রী বলেছিলেন, ‘ডাইরেক্ট পলিটিক্স’ করে দেশের সর্বনাশ করছেন উনি। যদিও কার্তিক মহারাজ (Kartik Maharaj) সেই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। কোনও প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন তিনি। এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ (Legal Notice) পাঠালেন কার্তিক মহারাজ।
রবিবার জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ বলেন, ‘আমি কোনও জায়গায় এমন বক্তব্য রাখিনি। আমার পক্ষে সম্ভব নয়। আমি কোনও রাজনৈতিক দলের লোক নয়। আমি একজন সন্ন্যাসী। আমি হিন্দু। হিন্দু ধর্মের ওপর যখন আঘাত আসে তখন আমি প্রতিবাদ করি। আমাদের যারা অনুগামী রয়েছেন তাঁরা বিভিন্নভাবে প্রতিবাদ করবেন। তাঁরা হাই কোর্টে যাবেন বলে ঠিক করেছেন, মামলাও করবেন’।
মঙ্গলবার একথা বলেন কার্তিক মহারাজ। সোমবার রাজ্যে যখন পঞ্চম দফার লোকসভা ভোট চলছে, তখন জানা যায়, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। মমতার মন্তব্যে ভারত সেবাশ্রম সঙ্ঘের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ। কার্তিক মহারাজের আইনজীবীরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই আইনি চিঠি পাঠিয়েছেন।
আরও পড়ুনঃ রাস্তায় ফেলে BJP নেতাকে মারধর, প্রিসাইডিং অফিসারকে চড়-থাপ্পড়, ‘ভোট পঞ্চমী’তে রণক্ষেত্র বাংলা
তাঁদের বক্তব্য, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীকে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি মমতাকে নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে ভারত সেবাশ্রম সঙ্ঘ কিংবা কার্তিক মহারাজ সম্বন্ধে যে কোনও মন্তব্য করা থেকে বিরত থাকবেন তিনি। এই মর্মে এদিন মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়। এই আইনি নোটিশ পাওয়ার ৪ দিনের মধ্যে ভারত সেবাশ্রম সঙ্ঘ কিংবা কার্তিক মহারাজ যদি উত্তর না পান তাহলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে খবর।
উল্লেখ্য, গত শনিবার নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বলেছিলেন, ‘ভারত সেবাশ্রম সঙ্ঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার তালিকায় অনেকদিন ধরে রয়েছে। তবে বহরমপুরে একজন মহারাজ রয়েছেন। আমি অনেকদিন ধরে শুনেছি … কার্তিক মহারাজ। তিনি ওখানে বলেছেন, আমি তৃণমূলের এজেন্টকে বসতে দেব না। যে লোকটা এমন কথা বলেন আমি ওনাকে সাধু বলে মনে করি না। কারণ উনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশের সর্বনাশ করছেন। আমি চিহ্নিত করেছি, কে কী করছেন’। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে।