আরও ভরে উঠবে কেন্দ্রীয় সরকারের কোষাগার! মিলবে ১ লক্ষ কোটি, দিচ্ছে কে?

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) একটি বড় ডিভিডেন্ড অর্থাৎ লভ্যাংশ হিসেবে সরকারকে প্রায় ১ লক্ষ কোটি টাকা স্থানান্তর করার পরিকল্পনা করছে। ET-র রিপোর্ট অনুসারে, এত বিপুল পরিমাণ অর্থের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কোষাগারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে ২০২৪-২৫ অর্থবর্ষ সরকারি কোষাগারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে।

মূলত গত সপ্তাহে, RBI ট্রেজারি বিলের মাধ্যমে সরকারি ঋণে ৬০,০০০ কোটি টাকার বিশাল কাটছাঁট ঘোষণা করেছে। এছাড়াও, কেন্দ্রীয় ব্যাঙ্ক আসন্ন অপারেশনের সাফল্য নিশ্চিত করার জন্য ব্যবস্থা বাস্তবায়ন করেছে। যেখানে সরকার আগের ঋণের ৬০,০০০ কোটি টাকা সময়ের আগেই পরিশোধ করার পরিকল্পনা করছে।

The treasury of the central government will be filled more.

RBI শীঘ্রই ঘোষণা করতে পারে: ET-র রিপোর্টে বলা হয়েছে যে, এই ঘটনাগুলি থেকে এটাই স্পষ্ট হচ্ছে যে, কেন্দ্রের আর্থিক অবস্থা শীঘ্রই উল্লেখযোগ্য উন্নতির সম্মুখীন হতে পারে। উল্লেখ্য যে, RBI, সরকারের লোন ম্যানেজার হিসেবে কাজ করছে। এমতাবস্থায়, RBI মে মাসের শেষে সরকারকে তার সারপ্লাস অ্যামাউন্ট হস্তান্তরের ঘোষণা করতে পারে।

আরও পড়ুন: মিস হল সুযোগ! লিগ টপার হয়েও বিরাট সম্মান হাতছাড়া KKR-এর, হতাশ শ্রেয়সরা

এই প্রসঙ্গে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান আর্থিক উপদেষ্টা কণিকা পাসরিচা সম্প্রতি একটি রিসার্চ নোটে জানিয়েছেন, “আমরা আশা করছি RBI ২০২৫ সালের অর্থবর্ষে সরকারকে ১,০০০ বিলিয়ন (১ লক্ষ কোটি টাকা) সারপ্লাস অ্যামাউন্ট হস্তান্তর করবে। আমাদের মূল্যায়ন হল এটি শক্তিশালী লভ্যাংশ প্রদান করবে।”

আরও পড়ুন: “মন্দির শহর বিষ্ণুপুরকে প্রণাম”, প্রথমবার এসেই মন জিতলেন মোদী, মা সারদার ছবি সহ শঙ্খ উপহার সৌমিত্রর

জানিয়ে রাখি যে, এর আগে, রিজার্ভ ব্যাঙ্ক গত অর্থবর্ষে ৮৭,৪০০ কোটি টাকা সরকারি কোষাগারে স্থানান্তর করেছিল। ইউনিয়ন ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, গত অর্থবর্ষের মতো এই অর্থবর্ষের লভ্যাংশ থেকে প্রাপ্ত পরিমাণ বাজেট অনুমানের চেয়ে বেশি হতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর