বাংলা hunt ডেস্ক : হানিমুনে কোথায় গেছিলেন তা স্পষ্ট না হলেও ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়েছিলো শ্রাবন্তীর হানিমুনের ছবি।ছবি গুলোতে বেশ খোশমেজাজে দেখা গেছে দুজনকেই।প্রসঙ্গত, সম্প্রতি ফের বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী।তার এই তৃতীয় বিয়ে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লক্ষ্য করা যাচ্ছে একাধিক ট্রোল, এমনকি নিশানায় আনা হচ্ছে তার ছেলেকে।যদিও গোটা বিষয়টির বিরোধিতা করতে দেখা যাচ্ছে অনেককেই ।
কারন তাদের বক্তব্য অভিনেত্রী হওয়ার আগে একজন মানুষ শ্রাবন্তী।তিনি কি করবেন বা না করবেন তা তার ব্যক্তিগত বিষয়।গত ১৯ শে এপ্রিল প্রেমিক রোশন সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী।খুব শীঘ্রই একটা রিসেপশন পার্টি দিতে চলেছেন এমনটাই শোনা যাচ্ছে।
সম্প্রতি এ বিষয়ে মুখ খুললেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী পরিচালক রাজীব বিশ্বাস।শ্রাবন্তী কে তার নতুন ইনিংস শুরুর অভিনন্দন জানিয়েছেন তিনি।কামনা করেন বৈবাহিক জীবন যেনো সুখের হয়।যদিও এইবার আবেগে আর কোনও ভুল সিদ্ধান্ত না নিক , এমনটাই চান তিনি।প্রসঙ্গত, রাজীবে থেকে বিচ্ছেদ নেওয়ার পর মডেল কৃষ্ণ ভিরাজের বিবাহ বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী।
সেই সম্পর্ক মাস তিনের বেশি কাটেনি।অন্যদিকে রাজীবের সাথে শ্রাবন্তীর বিয়ে হয়েছিল ২০০৩ সালে।বিয়ের দীর্ঘ ১৩ বছর বাদে বিচ্ছেদ হয় তাদের।তাদের একটি ছেলে আছে ঝিনুক।যিনি মায়ের কাছেই থাকেন।