বাংলা hunt ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছিল ” স্টুডেন্ট অফ দ্য ইয়ার – ২ ” ছবিটি।এই ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী অনন্যা পান্ডে এবং তারা সুতারিয়া।প্রসঙ্গত, অনন্যা বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা।নব্বইয়ের দশকের একাধিক ছবিতে নায়কের ভূমিকায় অভিনয়ের পর এখনও চরিত্র অভিনেতা হিসেবে বলিউডে অভিনয় করেন চাঙ্কি।
তাই স্বাভাবিক ভাবেই তার মেয়ের ডেবিউ কে কেন্দ্র করে সাধারন মানুষের উৎসাহ ছিলো তুঙ্গে।সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন এই ছবিতে অভিনয়ের সূত্রে প্রথমবার চুমু খেয়েছেন তিনি।ছবিতে অনন্যা এবং তারার পাশাপাশি অভিনয় করেছেন টাইগার শ্রফ।
ছবিটি মুক্তি পাওয়ার পর সমালোচকদের প্রশংসা না পেলও বক্স অফিসে তার ফলাফল ভালো।প্রসঙ্গত, এই ছবির প্রথম পর্বে একসাথে বলিউডে আবির্ভাব ঘটেছিল বরুন ধাওয়ান, আলিয়া ভাট এবং সিদ্বার্থ মালহোত্রা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার