মুখ বন্ধ করানোর জের, এবার যা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়! সরগরম গোটা দেশ

বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বনাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) মন্তব্য-পাল্টা মন্তব্যে সরগরম বঙ্গ রাজনীতি। এসবের মধ্যেই তমলুকের একটি নির্বাচনী প্রচার সভা থেকে  অভিজিৎ গাঙ্গুলী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শনাতে গিয়ে বিপাকে পড়েন নিজেই।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের (Election Commission) কড়া শাস্তির মুখে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁকে ২৪ ঘন্টার জন্য ভোট প্রচারে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কমিশন। তবে  এইভাবে জোর করে কণ্ঠরোধ করায় এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ নিয়ে আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন এই প্রাক্তন বিচারপতি।

এদিন তিনি সশরীরে হাজির হয়েছিলেন নিজের পুরনো কর্মস্থলে। প্রসঙ্গত বর্তমানে বিজেপি প্রার্থী হলেও অভিজিৎবাবু নিজে একজন প্রাক্তন বিচারপতি। তাই আইনের মারপ্যাঁচ যে তিনি ভালোই বোঝেন সে কথা বলাই বাহুল্য। এদিন আদালতে সশরীরে হাজির হলফনামায় স্বাক্ষর করে তিনি স্পষ্ট জানিয়েছেন,’পুরো নির্দেশ নিয়ে আমার কিছু বলার নেই। তবে কিছু অংশে যেখানে ‘কুরুচিকর বা নিন্দনীয়’ ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে আমি তার বিরোধী।’

ঘটনা সূত্রপাত হয় তমলুকের একটি নির্বাচনী প্রচারসভা থেকে। মে মাসের মাঝামাঝি সময়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে সেই প্রচার সভার একটি ভিডিও। সেখানে দেখা যায় এই প্রাক্তন বিচারপতি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেই ভরা মঞ্চ থেকে বলে চলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত টাকায় বিক্রি ? তোমার হাতে 8 লাখ টাকা গুঁজে দিলেই একটা চাকরি দাও।’ এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।

আরও পড়ুন: তাঁর জামানার ৫ লক্ষ OBC কার্ড বাতিল, হাইকোর্টের রায় মানিনা! সাফ জানালেন মমতা

প্রাক্তন বিচারপতির এই মন্তব্যের জবাবদিহি চেয়েই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। এরপরেই নির্বাচন কমিশনের তরফে প্রাক্তন বিচারপতির কাছে তাঁর মন্তব্যের ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছিল শোকজ নোটিশ। প্রতিশ্রুতি মতোই সেই শোকজ নোটিসের জবাব দিলেও সেই উত্তরে একেবারেই সন্তুষ্ট হয়নি নির্বাচন কমিশন।

তাই মঙ্গলবারেই নির্বাচন কমিশনের তরফে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কড়া শাস্তি ঘোষণা করে জানানো হয় ২৪ ঘন্টার জন্য তাকে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে হবে। সেই সাথে রাজের মুখ্যমন্ত্রী সম্পর্কে অত্যন্ত কুরুচিকর মন্তব্যের জন্য তমলুকের বিজেপি প্রার্থীর তীব্র নিন্দাও করে নির্বাচন কমিশন। এবার কমিশনের এই নোটিশকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হলেন খোদ অভিজিৎবাবু।

Abhijit Gangopadhyay

এদিন মামলা করে আদালত চত্বর ছেড়ে বেরিয়ে আসার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘আজ আদালতে এসেছিলাম একটি মামলা দায়ের করতে ৷ ভারতের নির্বাচন কমিশন গতকাল একটি অর্ডার পাস করেছে ৷ তাতে আমার বিরুদ্ধে অনেক আপত্তিকর মন্তব্য রয়েছে ৷ আমার সম্মানহানি করা হয়েছে।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর