বাংলাহান্ট ডেস্ক : দেশজুড়ে চলছে ভোট উৎসব। এখনো ২ দফা লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া বাকি। লোকসভা নির্বাচনের জন্য এখন গোটা দেশজুড়ে জারি রয়েছে আদর্শ আচরন বিধি। আগামী ৪ঠা জুন ফলপ্রকাশের পর ১০ই জুন প্রত্যাহার করা হবে আদর্শ আচরন বিধি। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে আদর্শ আচরণ বিধি প্রত্যাহার করা হলেই রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির (Anganwadi Centre) জন্য নিয়োগ করবে সুপারভাইজার (Supervisor)।
জানা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আইসিডিএস কেন্দ্রগুলির জন্য বিপুল পরিমাণ নিয়োগ (Recruitment) করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal)। গোটা রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য সুপারভাইজার নিয়োগ করা হবে। তাই সমস্ত জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদের জন্য। আদর্শ আচরণ বিধি জারি থাকার কারণে সরকারের তরফে এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
আরোও পড়ুন : রেশন দুর্নীতি কাণ্ডে নয়া মোড়! এবার সমবায় দুর্নীতির যোগ পেতেই বিরাট নির্দেশ হাই কোর্টের
তবে সম্পূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া মিটে গেলে সরকার এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বলে খবর। সূত্র মারফত পাওয়ার খবর অনুযায়ী, প্রায় ১৩ হাজার ২২৫ জন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ করবে সরকার। নূন্যতম ১৮ বছর বয়সী ও সর্বোচ্চ ৪২ বছর বয়সী প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
আরোও পড়ুন : মোটরম্যানের দিন শেষ! সমস্ত রুটেই শুরু হচ্ছে চালকবিহীন প্রযুক্তি, এবার অটোমেটিক চলবে মেট্রো
নূন্যতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে। গোটা নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে পাবলিক সার্ভিস কমিশন। পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের পর অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। তারপর প্রয়োজনীয় নথি সহ পূরণ করতে হবে আবেদন পত্র।
ভোট পর্ব মিটলেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই শূন্যপদে নিয়োগের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হতে পারে। প্রসঙ্গত, অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের পাশাপাশি ক্লার্কশিপ, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর, মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষাও বাকি রয়েছে। অনুমান করা হচ্ছে নির্বাচন পর্ব মিটলে এই পরীক্ষাগুলি একে একে নেওয়া হতে পারে।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…