রেশন দুর্নীতি কাণ্ডে নয়া মোড়! এবার সমবায় দুর্নীতির যোগ পেতেই বিরাট নির্দেশ হাই কোর্টের

   

বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি কাণ্ডের সঙ্গে এবার সময় দুর্নীতির যোগ মিলেছে? আদালতে এবার উঠল বিরাট প্রশ্ন। এর সঠিক তদন্ত করতে এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মামলাকারীদের অভিযোগ, রেশন দুর্নীতি (Ration Scam) এবং সমবায় দুর্নীতির যোগ রয়েছে। সেই প্রশ্ন উঠতেই বিরাট নির্দেশ দিলেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

এই মামলার যাতে যথাযথ তদন্ত হয় সেই কারণে রাজ্য পুলিশের ডিজিকে সিট তৈরি করার নির্দেশ দিল হাই কোর্ট। কোন কোন সদস্যদের নিয়ে সিট তৈরি হল সেই নামও আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন জাস্টিস সিনহা (Justice Amrita Sinha)। সেই সঙ্গে এই মামলায় পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে CBI তদন্তের বিষয়েও ভাবা হবে বলে জানিয়েছেন তিনি।

গাইঘাটা থানা কো-অপারেটিভ সোসাইটি নামের একটি সমবায় সমিতি খাদ্য পণ্য সরবরাহের সঙ্গে যুক্ত। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং রাজ্য খাদ্য দফতরে থেকে পণ্য নিয়ে সাধারণ তারা সেগুলি রেজিস্টার্ড ক্রেতাদের কাছে সরবরাহ কোর্ট। তবে মামলাকারী অভিযোগ করেছেন, প্রায় ৮ বছর ধরে এই সমবায় সমিতিতে (Cooperative Corruption Case) কোনও অডিট হয় না। ২০১৬ সাল থেকে অডিট বন্ধ বলে দাবি করেছেন তিনি।

আরও পড়ুনঃ অভিষেকের উস্কানিতে নন্দীগ্রামে খুন! ভোটের মধ্যেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন শুভেন্দু, তোলপাড়!

উক্ত কো-অপারেটিভ সোসাইটিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করা এক কর্মী এই অভিযোগ এনেছেন। তাঁর দাবি, আয়কর রিটার্ন দেওয়ার সময় আচমকা তিনি জানতে পারেন তাঁর প্যান কার্ড ব্যবহার করে একটি ব্যাঙ্কে ৯৪ লক্ষের একটি এফডি করা হয়েছে। একথা জানতে পারার পরেই কো-অপারেটিভ সোসাইটির কর্তাদের জানান তিনি। এরপর ব্যাঙ্কে থাকা এফডির প্যান নম্বর পরিবর্তনের আবেদন জানায় সোসাইটি।

তবে এই ঘটনার পর গত বছরের অক্টোবর মাস থেকে তাঁর মাইনে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ এনেছেন ওই কর্মী। এখানেই শেষ নয়, এরপর উল্টে তাঁর বিরুদ্ধেই বিভাগীয় তদন্তও শুরু হয়। এদিন বিচারপতি সিনহার এজলাসে এই মামলার শুনানি চলাকালীন মামলাকারীর আইনজীবী সন্দীপন দাস বলেন, রেশন দুর্নীতির সঙ্গে সমবায় দুর্নীতি যুক্ত। সেই কারণে মামলাকারী CBI তদন্তের মুখোমুখি হতে তৈরি।

calcutta high court justice amrita sinha

এদিন শুনানির পরেই রাজ্য পুলিশের ডিজি সিট গঠনের নির্দেশ দেন জাস্টিস সিনহা। ১২ জুনের মধ্যে সিটের সদস্যদের নাম আদালতকে জানানোর নির্দেশও দিয়েছেন তিনি। একইসঙ্গে এও বলেছেন, আদালতের অনুমতি বাদে মামলাকারীর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করা যাবে না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর