অভিষেকের উস্কানিতে নন্দীগ্রামে খুন! ভোটের মধ্যেই বিরাট কাণ্ড ঘটাতে চলেছেন শুভেন্দু, তোলপাড়!

   

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের মধ্যে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। শনিবার তমলুক, কাঁথি সহ রাজ্যের বেশ কয়েকটি হাইভোল্টেজ আসনে নির্বাচন রয়েছে। তার আগে কার্যত রণক্ষেত্রর চেহারা নিয়েছে নন্দীগ্রাম। এবার এই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দু-গড়ে বিজেপি (BJP) নেতার মা-কে পিটিয়ে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর উস্কানিতে এমনটা হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা। এদিকে খুনের ঘটনার পর অগ্নিগর্ভ পরিস্থিতি নন্দীগ্রামে (Nandigram)। দোষীদের গ্রেফতারির দাবিতে সোনাচূড়া মনসা বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ। সেই সঙ্গেই পুলিশ পিকেট বসানো হয়েছে এবং র‍্যাফ মোতায়েন করা হয়েছে বলে খবর।

এই ঘটনা নিয়ে শুভেন্দু বলেন, দেশের অন্যান্য রাজ্য সকল রাজ্যে নির্বাচন হয়, তবে পশ্চিমবঙ্গের মতো হিংসার চিত্র কোথাও দেখা যায় না। অভিষেকের উস্কানিতে এই খুন হয়েছে এমন দাবি করে রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

আরও পড়ুনঃ তৃণমূল আমলের সব OBC সার্টিফিকেট বাতিল! হাই কোর্ট রায় দিতেই মমতাকে ফালাফালা আক্রমণ মালব্যর

নন্দীগ্রামের বিধায়ক বলেন, বুধবার উনি বলে গিয়েছিলেন সোনাচূড়া, গোপালনগর সহ ৮০টি বুথে বেশ কয়েকজন ধমকাচ্ছেন। তাঁদের আমি সতর্ক করে দিতে এসেছি। ফল ভালো হবে না। এরপরেই ঘটে এমন ঘটনা। FIR-এ অভিষেকের নাম দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি শেষ দেখে ছাড়ার বার্তাও দেন শুভেন্দু।

এদিকে বিজেপির তরফ থেকে জোড়াফুল শিবিরকে কাঠগড়ায় তোলা হলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলে দাবি করেন তাঁরা। বিজের আদি-নব্যের দ্বন্দ্ব বলে উল্লেখ করেছে রাজ্যের শাসক দল। জোড়াফুল শিবিরের কথায়, সাধারণ মানুষ এর জবাব দেবে।

bjp mla suvendu adhikari

অন্যদিকে ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও সোনাচূড়া মনসা বাজার এলাকা এখনও উত্তপ্ত হয়ে রয়েছে। দোষীদের শাস্তির দাবি সরব হয়েছেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে ওই এলাকায় ব্যাপক কেন্দ্রীয় বাহিনী এবং র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর