সারা ভারত জুড়েঁ মোদীর প্রচার বন্ধের আবেদন ঃমমতা

বাংলাHunt :ইতিমধ্যে গতকাল কেন্দ্র নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হচ্ছে না।

তারা জানিয়ে ৩২৪ ধারা জারি করেছে এবং সরকারি আধিকারিক কে বহিস্কার করাতে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি কালীঘাটের একটি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মোদি এবং বিজেপির অমিত সাহ কথায় নির্বাচন কমিশন এত বড় সিদ্ধান্ত নিলো।

যে কোনদিন এরকম ঘটনা ঘটেনি। সেই পরিপ্রেক্ষিতে আজ মমতা একটি জনসভায় বলেন আজ ১০ টার পর যখন নির্বাচন প্রচার বন্ধ হয়ে যাবে। সেই সময় থেকে আর ভারতবর্ষের কোথাও সভা করতে পারবেন না নরেন্দ্র মোদি অমিত সাহ।ভিন্ন রাজ্যের সভা করার অনুমতি থাকলেও বাংলায় তার অনুমতি নেই ফলে সেখানে যদি গিয়ে বাংলার কথা বলেন তাহলে মোদি সরকার পাল্টা রাজনীতি করবেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাহলে নির্বাচন কমিশন সারা ভারতে প্রচার বন্ধ করে দিলে ভালো হয়।

da1b7 screenshot 20190516 171948বিজেপি অন্য রাজ্য থেকে প্রচার এর মাধ্যমে বাংলা ফয়দা তোলার চেষ্টা করবে।

সম্পর্কিত খবর