এবার রিচার্জ ছাড়াই দেখতে পাবেন টিভি চ্যানেল! Free Dish বসাচ্ছে সরকার, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: প্রতি মাসে Dish TV রিচার্জ করার বিষয়টি অনেকের কাছেই চিন্তার এবং বিরক্তির হয়ে ওঠে। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সরকার একটি নতুন প্রকল্প সামনে এনেছে। এটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, ওই প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে Free Dish Connection-এর বিকল্প উপলব্ধ করা হচ্ছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল আপনি সহজেই এটি বাড়িতে ইনস্টল করতে পারেন এবং ব্যবহারকারীদের কোনো রিচার্জও করার প্রয়োজন নেই।

কিভাবে এটি পাবেন: জানিয়ে রাখি যে, Free Dish DTH পরিষেবার বিকল্পটি DD দিচ্ছে। এটি পাবলিক সার্ভিস ব্রডকাস্টার প্রসার ভারতী দ্বারা সরবরাহ করা হয় এবং এটি ২০০৪ সালে শুরু হয়েছিল। এদিকে, এই পরিষেবাটি নেওয়ার পরে, আপনাকে ফ্রি-টু-এয়ার (FTA) ডাইরেক্ট-টু-হোম (DTH) দেওয়া হবে। এর মানে আপনাকে প্রতি মাসে রিচার্জ নিয়ে চিন্তা করতে হবে না।

Now you can watch TV channels without recharging.

এর পাশাপাশি, আপনি একবার বিনিয়োগ করে সহজেই এটি ইনস্টল করতে পারেন। এই পরিষেবাটি কিনতে আপনাকে একবার খরচ করতে হবে ২ হাজার টাকা। এরপর আর কোনো রিচার্জ করতে হবে না। তার মানে আপনি সবসময় বিনামূল্যে টিভি চ্যানেল দেখতে পাবেন। এছাড়া কমপ্যাক্ট সাইজের অ্যান্টেনাও এখন পাওয়া যাচ্ছে। এটি একটি অত্যন্ত বড় DTH প্ল্যাটফর্ম।

আরও পড়ুন: সবুজ-মেরুনকে বিদায় জানালেন ডার্বির নায়ক! এই ফুটবলারও ছাড়লেন মোহনবাগান

কিভাবে আবেদন করবেন: Dish-এর জন্য যোগাযোগের ক্ষেত্রে ২ টি নম্বর উপলব্ধ করা হয়েছে। প্রথম নম্বরটি হল ১৮০০১১৪৫৫৪ এবং দ্বিতীয় নম্বরটি হল ০১১-২৫৮০৬২০০। এই নম্বরগুলিতে যোগাযোগ করে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। পাশাপাশি, স্থানীয় কেবল প্রদানকারীর সাহায্যে এর জন্য আবেদন করতে পারেন। এদিকে, স্থানীয়ভাবে রিসিভারও লাগানো যেতে পারে। সেক্ষেত্রে, আপনাকে ফি দিতে হবে।

আরও পড়ুন: RCB-র হারে ঘুম উড়ল KKR-এর! চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পাল্টে গেল সমীকরণ

তবে, এর জন্য আপনার একটি টিভি থাকা বাধ্যতামূলক এবং এক্ষেত্রে আলাদা কোনো চার্জ নেওয়া হবে না। এর বিশেষত্ব হল প্রতি মাসে রিচার্জ করার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। তবে, এতে শুধুমাত্র নির্বাচিত চ্যানেল দেখা যাবে। পেইড চ্যানেল পেতে হলে আপনাকে অর্থ প্রদান করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর