সবুজ-মেরুনকে বিদায় জানালেন ডার্বির নায়ক! এই ফুটবলারও ছাড়লেন মোহনবাগান

   

বাংলা হান্ট ডেস্ক: তিনি কিংবদন্তি ফুটবলার জামশিদ নাসিরির পুত্র। পাশাপাশি, ডার্বির মঞ্চে প্রবেশ করেই তিনি তৈরি করেছিলেন ইতিহাস। শুধু তাই নয়, কনিষ্ঠতম ফুটবলার হিসেবে হ্যাটট্রিকের নজির গড়েও সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার, সেই কিয়ান নাসিরি (Kiyan Nassiri) ছেড়ে দিলেন মোহনবাগান (Mohun Bagan)।

এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কিয়ান মোহনবাগান ছেড়ে যোগ দিয়েছেন চেন্নাইয়িন এফসিতে। সেখানে তাঁর সাথে ৩ বছরের চুক্তি সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিয়ান একদম ছোট বয়স থেকেই মোহনবাগান জুনিয়র দলে খেলতেন। তারপর, অ্যাকাডেমিতে তিনি তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সবার নজর কেড়ে নেন। যার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে তাঁর সুযোগ ঘটে সিনিয়র দলেও।

This footballer left Mohun Bagan.

এদিকে, ২০২২ সালে কিয়ান ইন্ডিয়ান সুপার লিগ তথা ISL-এর ডার্বিতে সুপার-সাব হিসেবে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। ওই ম্যাচে হেরে যাওয়ার হাত থেকে তিনি কার্যত একাই উদ্ধার করেছিলেন। তারপর একাধিক ক্ষেত্রে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। এর পাশাপাশি তিনি পেয়েছেন সুভাষ ভৌমিকের নামাঙ্কিত পুরস্কারও।

আরও পড়ুন: RCB-র হারে ঘুম উড়ল KKR-এর! চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে পাল্টে গেল সমীকরণ

কেন ছাড়লেন মোহনবাগান: এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে, এই তরুণ ফুটবলার কেন মোহনবাগান ছাড়লেন? মূলত, ইদানিং তারকাখচিত মোহনবাগানে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না কিয়ান। গত মরশুমের পরিসংখ্যান অনুযায়ী, কিয়ান সবমিলিয়ে ১৬ বার মাঠে নামার সুযোগ পেলেও অধিকাংশ ক্ষেত্রেই পরিবর্ত হিসেবে তিনি খেলতে নেমেছিলেন। পাশাপাশি, ওই ১৬ ম্যাচে তাঁর গোল সংখ্যা ছিল ১। এমতাবস্থায় সূত্রের খবর অনুযায়ী, নিয়মিত প্রথম দলে খেলার লক্ষ্যেই মোহনবাগান ছেড়ে চেন্নাইয়িন এফসির সাথে ৩ বছরের চুক্তি করেছেন কিয়ান।

আরও পড়ুন: IPL থেকে আয় ৯২ কোটি, এবার নিলেন অবসর! KKR-এ খেলে ফুলেফেঁপে ওঠেন দীনেশ কার্তিক

এদিকে জানা গিয়েছে যে, কিয়ানের পাশাপাশি আরও এক তরুণ ফুটবলার মোহনবাগান ছেড়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী হামতে সবুজ মেরুন ছেড়ে সম্ভবত কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চলেছেন। এই তরুণ ফুটবলার গত মরশুমে মোহনবাগানের রিজার্ভ টিমে খেলেছেন। তিনিও, প্রথম দলে খুব বেশি সুযোগ পাননি। তাই, তিনি নিয়মিত খেলার লক্ষ্যে মোহনবাগান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর