ভোট লুটের দিন শেষ! নিশ্ছিদ্র নিরাপত্তা বিষ্ণুপুরে! রেডি থাকছে আধা সেনা থেকে শুরু করে QR টিম

বাংলাহান্ট ডেস্ক : রাত পোহালেই শুরু হবে পঞ্চম দফার নির্বাচন। আর পঞ্চম দফার নির্বাচনের ক্ষেত্রে হাইভোল্টেজ কেন্দ্র বিষ্ণুপুর (Bishnupur)। বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁকেই চব্বিশের নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা মণ্ডল। তিনি সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত। এখানে মোট প্রার্থীর সংখ্যা ৭ জন।

ঘাসফুল আর পদ্মফুলের লড়াইয়ের মাঝে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ লাল ব্রিগেড। ফলাফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে মোট ভোটার সংখ্যা থেকে শুরু করে বুথের সংখ্যা, চলুন সব বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী, খণ্ডঘোষ।

আরোও পড়ুন : ১৬ বছরের পুরনো নেশার জেরেই বাজিমাত! ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য

শনিবার এখানকার ১৭ লক্ষ ৫৪ হাজার ২৬৮ জন ভোটার ভোটদানে অংশগ্রহণ করবেন। পুরুষ ভোটার সংখ্যা ৮ লক্ষ ৮৮ হাজার ৮৯১ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৮ লক্ষ ৬৫ হাজার ৩৭৫ জন। বিষ্ণুপুরের তৃতীয় লিঙ্গের মাত্র দু’জন ভোটার তাদের প্রতিনিধিকে বেছে নেবেন। মোট ১৮৯০ টি বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। ৭৫৬০ জন ভোট কর্মী দায়িত্বে থাকবেন বলেই জানা গিয়েছে।

আরোও পড়ুন : আর চিন্তা নেই! এবার রাতে মেট্রো করেই ফিরতে পারবেন ঘরে, বদলাচ্ছে সময়সূচি! দেখুন টাইমটেবিল

নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিষ্ণুপুরে। বাঁকুড়া বিষ্ণুপুর মিলিয়ে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ৬৫২১ জন পুলিশ মোতায়েন থাকছে। আধা সামরিক বাহিনী বিষ্ণুপুরে কড়া নজরদারি রাখছে প্রতি মুহূর্তে। ফলে, ভোটের কারবারিদের মতে, এই লোকসভা নির্বাচনে ভোট লুটের সম্ভাবনা একেবারেই কম।

অতীতের নির্বাচনগুলোর মতো ভোট লুটের পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবসময়ের জন্যেই তৎপর থাকছে QR টিম। মোট ২০৩ টি QR টিম থাকছে। এছাড়াও RT থাকছে ৭৯ টি এবং সেক্টর মোবাইলের সংখ্যা ৩৮০। পাশাপাশি ভোট গ্রহণ যন্ত্রগুলো ঠিকঠাক চলছে কীনা সেই বিষয়েও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।

old people in india voter list

 

এদিকে, এবার বিষ্ণুপুরে ভোটের লড়াই বেশ হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা আছে। একসময় যে সুজাতা মন্ডল সৌমিত্র খাঁ’র হয়েই পতাকা ধরতেন তিনি আজ বিরোধী শিবিরে। যদিও ওই কেন্দ্র থেকে সৌমিত্র খাঁ দুবার জিতেছেন। সেই দিক থেকে দেখতে গেলে এবার জিতে তিনি হ্যাটট্রিক করতে পারেন কিনা তারই অপেক্ষা।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর