মমতা নয়, I.N.D.I.A জোট জিতলে প্রধানমন্ত্রীর দৌড়ে অভিষেক! ভোটের মধ্যে চাঞ্চল্যকর দাবি মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ গত এপ্রিল মাস থেকে শুরু হয়েছে ‘দিল্লি দখলের লড়াই’। প্রধানমন্ত্রীর কুর্সিতে এবার কে বসবেন তা জানা যাবে আগামী ৪ জুন। আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা শেষেই চলে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। তবে তার আগে বিহারের পাটলিপুত্রে দাঁড়িয়ে একটি বিরাট দাবি করলেন নরেন্দ্র মোদী। I.N.D.I.A জোট জয়ী হলে পিএম হওয়ার দৌড়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), দাবি বর্তমান প্রধানমন্ত্রীর।

শনিবার একদিকে যখন দেশের একাধিক লোকসভা কেন্দ্রে ষষ্ট দফার নির্বাচন চলছে, তখন পাটলিপুত্রে জনসভা করেন মোদী (Narendra Modi)। সেই সভায় দাঁড়িয়ে I.N.D.I.A জোটকে ফালাফালা আক্রমণ করেন প্রধানমন্ত্রী। বলেন, I.N.D.I.A জোট যদি জয়ী হয় তাহলে ৫ বছর দেশকে পাঁচজন প্রধানমন্ত্রী উপহার দেবে তাঁরা। পিএমের কুর্সি ধরার এই ‘মিউজিক্যাল চেয়ারে’ তৃণমূল (TMC) পরিবারের ‘ভাইপো’ থাকবেন বলে দাবি করেন মোদী।

আজ বিরোধী জোটকে আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী বলেন, লোকসভা নির্বাচন দেশের পিএম নির্বাচনের ভোট। তবে I.N.D.I.A জোট, ৫ বছরে দেশকে পাঁচজন প্রধানমন্ত্রী দিতে চায়। এই লড়াইয়ে গান্ধী পরিবারের ছেলে (রাহুল গান্ধী), তৃণমূল কংগ্রেস পরিবারের ছেলে (অভিষেক বন্দ্যোপাধ্যায়), সমাজবাদী পার্টি পরিবারের ছেলে (অখিলেশ যাদব), আম আদমি পরিবারের গিন্নি (সুনীতা কেজরিওয়াল), ন্যাশানাল কনফারেন্স পরিবারের ছেলে (ওমর আবদুল্লা), আরজেডি পরিবারের সন্তানেরা (তেজস্বী যাদব ও তাঁর দিদিরা) এবং  এনসিপি পরিবারের কন্যা (সুপ্রিয়া সুলে) রয়েছেন।

আরও পড়ুনঃ ‘পুলিশের পায়ে ধরি, ওরা দাঁড়িয়ে দেখেছে’! ভয়ঙ্কর অভিজ্ঞতায় শিউরে উঠছেন নন্দীগ্রামে নিহত BJP কর্মীর মেয়ে

মোদী বলেন, দেশের প্রধানমন্ত্রীর আসনে আসীন হওয়ার জন্য এই সকল ‘পরিবারবাদী’ রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়বে। একইসঙ্গে I.N.D.I.A জোটকে নিশানা করে তিনি বলেন, এই জোটের শরিক দলগুলি মারাত্মক সাম্প্রদায়িক, জাতিভিত্তিক রাজনীতির তোষণকারী। স্বজনপোষণের রাজনীতি করে নিজেদের পরিবারের উন্নয়ন সাধনই এদের লক্ষ্য।

Narendra Modi rally

মোদী বলেন, আমাদের দেশের সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চলবে না বলে। তবে কংগ্রেস, আরজেডি চাইছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু হোক। তবে আমি তফসিলি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ ছিনিয়ে নিতে দেব না।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর