দরকার নেই দিদি, মোদীর সাহায্য… নতুন মূর্তি আমরাই গড়বো, জানালেন কলেজের প্রাক্তনীরা

বাংলা হান্ট ডেস্ক :মূর্তি ভাঙার দায় নিয়ে তৃণমূল ও বিজেপি এই দুই রাজনৈতিক দলের মধ্যে দাঙ্গা এখন তুঙ্গে। এরই মধ্যে এক বেসরকারি সংবাদ সংস্থা তে বিদ্যাসাগর কলেজের প্রাক্তনীরা জানালেন, মূর্তি তারা নিজেরাই গড়বেন। তারা চাননা এর মধ্যে আর কোনো রাজনৈতিক দলের প্রতিচ্ছবি বিদ্যাসাগরের মূর্তি তৈরীর মাধ্যমে প্রকাশ পাক।
f3c60 vidyasagar statue vandalism 160529 730x419 m

প্রসঙ্গত, কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীরা ইতিমধ্যেই কলেজে আর্জি জানিয়েছেন মূর্তি তারা নিজেদের খরচাতেই গড়তে চায়। তমাল মিত্র নামে এক প্রাক্তন কলেজ ছাত্র বললেন” আমাদের পক্ষ থেকে একেবারে নির্দল ভাবে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা কেউই চায়না এর মধ্যে কোনো রাজনৈতিক দলের রং লাগুক”। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, দিদি, মোদী উদ্যোগ নিয়ে কাজ অবশ্যই করতে পারেন কিন্ত মূর্তি তৈরীর ক্ষেত্রে কোনও রাজনৈতিক দলকে কাজ করতে দেওয়া হবেনা। কতৃপক্ষের কাছে তাঁরা আর্জি জানালেও এখনও চূড়ান্ত সম্মতি মেলেনি। তবে এক্ষেত্রে যথেষ্ট আশাবাদী তাঁরা।

সম্পর্কিত খবর