সৃষ্টি হল ইতিহাস! প্রথম নাইট ক্লাব পেল সৌদি আরব! সেখানে মদ খাওয়ার নিয়ম কী জানেন?

বাংলাহান্ট ডেস্ক : ঐতিহ্যগত মৌলবাদী ইসলামী আইনের বেড়াজাল সরিয়ে সৌদি আরব (Saudi Arabia) ধীরে ধীরে প্রবেশ করছে আধুনিকতার জগতে। মক্কা ও মদিনার দেশ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরে একের পর এক বেড়াজাল টপকিয়ে দেখাচ্ছে নতুন দিশা। বিশ্ব সুন্দরীর মঞ্চে প্রতিনিধি পাঠানো থেকে শুরু করে সৌদিতে সুইমিং কস্টিউমের RAMP শো করে ইসলাম বিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব।

‘আধুনিক’ সৌদি আরবের এবার আরো একধাপ এগিয়ে যাওয়ার পালা। এবার নাইট ক্লাব খুলে গেল সৌদি আরবে। এই নাইট ক্লাব তৈরি হয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সহযোগিতাতেই। সৌদির রাজধানী রিয়াধে তরুণ প্রজন্মকে আকর্ষণ করতেই এই উদ্যোগ। সৌদি আরবের প্রথম নাইট ক্লাবের নাম রাখা হয়েছে  ‘নিউ লাইফ’।

আরোও পড়ুন : এক্কেবারে জলের দরে মিলবে স্কুটার! খরচ হবে না ৫ হাজারও, এই মডেলটি দেখলে লাফাবেন বাইকপ্রেমীরা

দ্য বিস্ট হাউস নামেও পরিচিত এই নাইট ক্লাবটি। সৌদি আরবের প্রথম নাইট ক্লাব বিলাসবহুল ইন্টিরিয়র দ্বারা তৈরি হয়েছে। তাই সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে এই নাইট ক্লাবে প্রবেশ খুব একটা সহজ হবে না। এই নাইট ক্লাবে রয়েছে একাধিক বিলাসবহুল সুবিধা। নির্মাণকারীরা মনে করছেন অচিরেই শিল্প ও সংগীতের কেন্দ্রস্থল হয়ে উঠবে এই নাইট ক্লাব।

আরোও পড়ুন : হন্যে হয়ে খুঁজছেন সরকারি চাকরি? চিন্তা নেই! এবার প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে রেলে, করে ফেলুন আবেদন

একাধিক স্টুডিও ও একটি ডাইনিং এরিয়া রয়েছে এই নাইট ক্লাবে। এখানে উপস্থিত থাকেন একাধিক ডিজে ও সংগীত প্রযোজকরা। বিদেশি পর্যটকদের কাছে সৌদির এই নাইট ক্লাব অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা। সৌদি আরব তাদের পর্যটন শিল্পে আরো বিকাশ ঘটাতে হাতিয়ার করছে এই নাইট ক্লাবকে। এখানে বিদেশি পর্যটকেরা নিশ্চিন্তে পার্টি করতে পারবেন।

সৌদি আরবের ডিজে তারেক আন্তাবি বিদেশে অনুষ্ঠান করতেন। তবে নিজের দেশে এবার অনুষ্ঠান করার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই উৎফুল্ল তিনি। এই নাইট ক্লাবে প্রবেশ করতে হলে নূন্যতম বার্ষিক সদস্য ফি হিসাবে দিতে হবে ১ লক্ষ ৭১ হাজার টাকা। অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে হলে দিতে হবে ২ লাখ ৫১ হাজার টাকা।

9YVAUmbO White Dubai After Party 017

সব ধরনের বেড়াজাল ভেঙে সৌদি প্রশাসন এই নাইট ক্লাবে মহিলাদের প্রবেশাধিকার দিয়েছে। এই সিদ্ধান্তে মহিলারা বলছেন যে তারা যেন এক নতুন জীবন পেয়েছন। ইসলামিক দেশ হওয়ায় সৌদিতে নিষিদ্ধ মদ। তবে এই নাইট ক্লাবে অতিথিরা মদের পরিবর্তে মকটেল খেয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। মদ ব্যবহার রুখতে  মোতায়েন করা হয়েছে বাউন্সার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর