রথের দড়িতে টান পড়লেই উমা আসবে ঘরে! জানুন এবছর রথযাত্রা ও উল্টোরথযাত্রা কবে?

বাংলা হান্ট ডেস্ক: বাঙালির বারো মাসে তেরো পার্বণ! তাই সারা বছর ধরেই কোনো না কোনো উৎসব-অনুষ্ঠানে মাতোয়ারা থাকেন আপামর বাঙালি। তবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন চলছে জৈষ্ঠ মাস। আর তারপরে হুড়মুড়িয়ে এসে যাবে আষাঢ় মাস। আর আষাঢ় মাস মানেই ঘোর বর্ষা। এই বর্ষার মধ্যেই মহা সমারোহে  ধুমধাম করে পালন করা হয় জগন্নাথ দেবের (Jagannath Dev) রথযাত্রা (Ratha Yatra)।

পুরীর রথযাত্রা এমনিতেই গোটা পৃথিবী বিখ্যাত। বিশ্বজোড়া খ্যাতি যে উৎসবের সেই বিখ্যাত উৎসবে সারা বাংলার  মানুষ তো বটেই মেতে ওঠেন দূর দূরান্ত থেকে আসা বহু ভক্তরাও। আর প্রতি বছর এই রথের দড়িতে টান পড়া মানে সময় হয়ে যায় উমার ঘরে ফেরার।

প্রত্যেক বছর রথ-যাত্রার খুঁটি পুজো দিয়েই শুরু হয় দুর্গাপুজোর জোরদার প্রস্তুতি। তারপর থেকে শুধুই চলতে থাকে হাতের কর গোনা। বাংলার আকাশে-বাতাসে যেন ছড়িয়ে পড়ে আগমনীর বার্তা। এ বছর রথযাত্রা পড়েছে আগামী ৭ই জুলাই। ঐদিন ভোর ৪.২৬ মিনিট থেকেই  শুরু হয়ে যাবে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি৷ এই তিথি থাকবে  পরদিন অর্থাৎ ৮ জুলাই ভোর ৪ টে বেজে ৫৯ মিনিট পর্যন্ত।

প্রসঙ্গত তবে পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে যাবে আর কিছুদিন পরেই। আগামী ২৯ জুন থেকেই শুরু হবে জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান। বছরের পর বছর ধরে চলে আসা নানা রীতি,রেওয়াজ ,অনুষ্ঠানের পর অবশেষে আষাঢ় মাসের ২২ তারিখ অর্থাৎ ৭ জুলাই টান পড়বে রথের রশিতে।

আরও পড়ুন: হন্যে হয়ে খুঁজছেন সরকারি চাকরি? চিন্তা নেই! এবার প্রচুর কর্মী নিয়োগ হচ্ছে রেলে, করে ফেলুন আবেদন

Rath Yatra

আর তারপর ১৬ জুলাই বা পয়লা শ্রাবণ পালিত হবে উল্টো রথযাত্রা। প্রত্যেক বছর এই বিশেষ দিনেই দেশ-বিদেশ থেকে এই শ্রীক্ষেত্রে ছুটে আসেন হাজার হাজার ভক্ত। প্রতি বছরের মতো চলতি বছরেও জগন্নাথ ধামে বিপুল ভক্ত সমাগম হবে বলেই মনে করা হচ্ছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর