পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে চলছে ধর্মরাজ ঠাকুরের গাজন উৎসব

 

গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব বর্ধমান

পূর্ব বর্ধমানের রায়ান গ্রামে অনুষ্ঠিত হচ্ছে ধর্মরাজ ঠাকুরের গাজন।মূলত বল্লুকা নদীর তীরে প্রাপ্ত এক প্রস্তরখন্ড কে ধর্মরাজ হিসেবে দীর্ঘ কয়েকশো বছর ধরে পুজো করা হচ্ছে । ধর্মমঙ্গলের কাহিনী অবলম্বনে আগে অনুষ্ঠিত হতো ধর্মপুরান গীতি এখন সেই গান গাওয়া প্রায় নেই বললেই চলে তাই সেই ধর্ম পুরান উঠে গেছে এই ধর্মরাজের গাজন থেকে।

ঢাকের লড়াই এবং নিম পাতার মালা বদল করে সন্ন্যাসী দের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা হয় এই গাজনের মধ্যে।

d96a9 img 20190517 wa0011 1

গাজন সন্ন্যাসীরা সারা দিন ঘুরে ঘুরে তারা ভিক্ষা করে এবং মাঠের ধারে ধর্মরাজের বিবাহ অনুষ্ঠিত হয়। এই ধর্মরাজের গাজন কে নিয়ে এলাকায় যথেষ্ট মানুষ উৎসাহিত।

সম্পর্কিত খবর