ইন্দ্রানী সেন, বাঁকুড়া: ভোট মিটতেনা মিটতেই আবার ও খবরের শিরোনামে বাঁকুড়া।এবার কোন রাজনৈতিক দলের রাজনৈতিক সংঘর্ষ না জমি দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো বাঁকুড়ার রাইপুরের শ্যামসুন্দরপুর গ্রাম। পেট্রোল বোমা ছোঁড়ার অভিযোগ ও উঠছে বহিরাগত দুষ্কৃতিদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের খবর,গ্রাম ষোলো আনার অধীনে শ্যামসুন্দরপুর গ্রামে একটি শিবমন্দির রয়েছে। ঐ শিবমন্দির সংলগ্ন জমি বেশ কিছুদিন ধরেই গ্রামের জনৈক সিং পরিবার নিজেদের বলে দাবী করে ‘দখল’ নেওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরা এই ঘটনার প্রতিবাদ করলে বিবাদ চরমে ওঠে। এর আগেও দু’পক্ষের মধ্যে এই বিষয়টিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের দাবী, বৃহস্পতিবার রাতে এক দল বহিরাগত দুষ্কৃতি ঐ জমি দখলের চেষ্টা করলে তারা বাধা দেন। তখন ঐ দুষ্কৃতি দলটি বোমা, বন্দুক সহ গ্রামবাসীদের তাড়া করে ও পেট্রোল বোমা ছুঁড়তে থাকে। এই ঘটনায় গ্রামের দুই যুবক আহত দুই যুবক রাইপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।
এই ঘটনায় ‘আক্রান্ত’ দাবী করে শুক্রবার বুবাই নারায়ণ দেও বলেন,”গ্রাম ষোলো আনার জমি গ্রামের সিং পরিবার দীর্ঘদিন ধরেই নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছিল। গতকাল রাতে ছ’জনের একটি দুষ্কৃতি দল গ্রামে এসে ঐ জমি দখলের চেষ্টা করে”। ঐ ঘটনার প্রতিবাদ করতে গেলে দুষ্কৃতিরা গ্রামবাসীদের উপর পেট্রোল বোমা ছোঁড়ে বলে তিনি দাবী করেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রামবাসীদের পক্ষ থেকে
গ্রেফতারের দাবী জানানো হয়েছে।