বাংলা hunt ডেস্ক: বতর্মান সময়ে মহিলাদের লম্বা, কালো, ঘন চুল খুব কমই দেখা যায়। মহিলাদের সকলেই মানানসই হেয়ারকাটের সাহায্যে সুন্দর হয়ে উঠতে চান। আর এই ব্যস্ততার দিনে সময় কোথায় লম্বা চুলের পরিচর্যা করার। কিন্তু চিনের হুয়ানগ্লু প্রদেশে সব মহিলাদেরই মাথা থেকে পা পর্যন্ত লম্বা চুল। এখানে কোনও মহিলাই চুল কাটেন না। জন্ম থেকেই তারা চুল রাখতে শুরু করেন। আর যদি চুল কাটতেই হয়, তাও বয়স ১৮ বছর পার হলে তবেই। এই প্রদেশের বাসিন্দারা মনে করেন দীর্ঘ লম্বা চুল সৌভাগ্যের প্রতীক।
এছাড়াও তারা মনে করেন, দীর্ঘ চুল অর্থ ও দীর্ঘায়ু নিয়ে আসে। কিন্তু মাথা থেকে পা পর্যন্ত লম্বা চুলের রহস্যটা কি জানেন? এই প্রদেশের মহিলারা চুল ধোওয়ার জন্য ভাতের ফ্যান ব্যবহার করেন। আর এটাই লম্বা ও সুন্দর চুলের ইউএসপি। এমনকি বয়স বাড়লেও চুলে পাক ধরে না। এখানের সব মহিলাদেরই চুল কালো। সাধারণত মহিলাদের ৬.৮ ফুট বা ২.১ মিটার পর্যন্ত লম্বা চুল দেখা যায়। লম্বা চুলের জন্য গিনিস বুকেও জায়গা করে নিয়েছেন এখানকার মহিলারা।
১৯৮০ সালের আগে হুয়ানগ্লু প্রদেশের মহিলারা কোনও বিদেশী বা অপরিচিত ব্যক্তির কাছে খোলা চুল দেখাতেন না। একমাত্র স্বামী, সন্তান ও বাড়ির সদস্যরাই খোলা চুল দেখতে পেতেন। এটাই ছিল প্রথা। কিন্তু এখন এই প্রদেশের মহিলারা খোলা চুল প্রদর্শন করে পর্যটকদের থেকে অর্থ উপার্যন করেন। এরফলে মাথা থেকে পা পর্যন্ত চুল দেখতে এখানে প্রচুর পর্যটক ভীড় জমান। এই কারণেই এই গ্রামের আর একটি নাম লঙ্গেস্ট হেয়ার ভিলেজ।