বাংলা hunt ডেস্ক : যৌবনে ত্বক যেমন ভাবেই আলু থালু ভাবে থাকুক না কেন তার জেল্লাই আলাদা থাকে । কিন্তু সমস্যা শুরু হয় বয়েস ৩৫শের কোঠা পেরোলেই । বলিরেখা, ডার্ক সার্কেল, ডার্ক স্পট মুখে স্পষ্ট ফুটে ওঠে। কিন্তু আপনি কি জানেন এই কটি জিনিস নিয়মিত করলে আপনি ধরে রাখতে পারবেন আপনার যৌবনের জেল্লা কে-
রোজ স্নান, খাওয়া, ঘুমের মতো স্কিনিং, টোনিং এবং ময়েশ্চারাইজের কথা ভুলবেন না । এবং ক্রিম কেনার সময় দেখে নেবেন সেটি অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত কিনা ।
এর পাশাপাশি সপ্তাহে অন্তত তিনবার স্ক্রাবিং করুন। বাইরের প্রোডাক্ট না চাইলেও ঘরোয়া জিনিস দিয়েই স্ক্রাব করুন । শুধু মুখে নয় । সারা শরীরে ই। এতে মৃত কোষ সরে গিয়ে ত্বক হবে জেল্লাদার। প্যাক হিসাবে স্নানের আগে টক দই
Chat Conversation End