ছেলে সন্তান চাইলে অবশ্যই এই গুলি খান!

বাংলা hunt ডেস্ক : বাড়ির সবাই কি বলছে পিঙ্কির পর এবার একটা ছেলে হয়ে ভালো হয়? বা আপনারো মন চাইছে যে এবার মেয়ের পর একটা ছেলে হলে ভালো হয় । অথবা আপনার কর্তার ছোটবেলার ছবির মতো ফুটফুটে একটা কৃষ্ণকে চাই । তবে এই জিনিস গুলি খেতে পারেন গর্ভাবস্থায় । কারণ গবেষণা বলছে এতে ছেলে হওয়ার সম্ভাবনা টাই বেশি থাকে।

কলা : গর্ভাবস্থায় কলা খেলে দেহে পটাশিয়ামের পরিমান বাড়ে । যা স্পার্মের কার্যক্ষমতা বাড়ায় । এই জন্য গর্ভবতী মা কে দিনে অন্তত দুটি করে কলা খেতেই হবে ।

কুমড়ো : কুমড়োর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি আসিড এবং জিঙ্ক। যা পুরুষদের শরীরে রক্ত প্রবাহ ত্বরান্বিত করে এবং স্পার্ম কাউন্ট বাড়ায় । মহিলাদের শরীরে ছেলে হওয়ার সম্ভাবনাকে বাড়ায় ।

মাশরুম: গর্ভাবস্থায় মাশরুম থেকে দেহে ভিটামিন এবং পটাশিয়াম যোগায় । যা ছেলে ভ্রুনের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেভায়।

ec56f img 20190517 182942

আলু: এতে প্রচুর পরিমানে ক্যালোরি থাকে। যা গর্ভবতি থাকা অবস্থায় মাকে হাই গ্লুকোজ যোগায় । এবং হাই গ্লুকোজ ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা বাড়ায় ।

টমেটো: এতে প্রচুর পরিমানে সোডিয়াম ও পটাশিয়াম থাকে । সেই সঙ্গে দেহে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে । তবে এটি গর্ভাবস্থার আগে সঠিক পরিমান খেলে পুত্র সন্তান জন্মানোর প্রচুর সম্ভাবনা থাকে ।

সম্পর্কিত খবর