বাংলাহান্ট ডেস্ক : টিভিএস বাজারে নিয়ে এসেছে নতুন ব্যাটারি চালিত স্কুটার। এক চার্জে এই স্কুটার চলবে ৭০ কিলোমিটার পর্যন্ত। TVS iQube-এর সবচেয়ে সস্তা ভেরিয়েন্ট বাজারে লঞ্চ করেছে। একাধিক বৈশিষ্ট্যের সাথে এই স্কুটারে থাকছে ৭ ইঞ্চি ফুল কালার TFT টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট, অ্যালেক্সা সাপোর্ট, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ডিজিটাল ডকুমেন্ট স্টোরেজ, ৩২ লিটার আন্ডার সিট স্টোরেজ ইত্যাদি।
কপার ব্রোঞ্জ ম্যাট, কোরাল স্যান্ড স্যাটিন, টাইটানিয়াম গ্রে ম্যাট এবং স্টারলাইট ব্লু রঙের ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে এই স্কুটার (Scooter)। iQube-এর সবচেয়ে সস্তা ভেরিয়েন্টটি লঞ্চ করা হয়েছে টিভিএস-এর (TVS) পক্ষ থেকে। সংস্থা জানিয়েছে, এই ভেরিয়েন্টের দাম পড়বে মাত্র ৯৫ হাজার টাকা। বৈদ্যুতিক স্কুটারের এটি বেস ভেরিয়েন্ট।
আরোও পড়ুন : ফিক্সড ডিপোজিটে মিলছে ৯.১০% সুদ! এই ব্যাঙ্কগুলোয় বিনিয়োগ করলে মোটা রিটার্ন নিশ্চিত
৫.১ kwh ব্যাটারি প্যাকের টপ মডেলের দাম পড়বে ১.৮৫ লাখ টাকা। কোম্পানি জানিয়েছে, ৪ ঘণ্টা ১৮ মিনিট সময় লাগে এর ব্যাটারি শূন্য থেকে আশি শতাংশ চার্জ করতে। ইতিমধ্যে এই ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) বুকিং শুরু হয়ে গেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা অনুমোদিত ডিলারের কাছ কেনা যাবে এই স্কুটার।
এন্ট্রি-লেভেল ভেরিয়েন্টটিতে টিভিএস দিয়েছে ৫-ইঞ্চি TFT ডিসপ্লে। এই স্কুটারে দেওয়া হয়েছে ৩২ লিটারের আন্ডার সিট স্টোরেজ। কোম্পানি এই স্কুটারে আরামদায়ক ও লম্বা সিট দিয়েছে যা চালককে অসাধারণ ড্রাইভিং অনুভূতি দেবে। দৈনন্দিন কাজের জন্য আপনারা এই স্কুটারটি কিনতেই পারেন অত্যন্ত কম দামে। অত্যন্ত স্টাইলিশ এই স্কুটারটি সুরক্ষার দিক থেকেও খুবই উচ্চমানের।