শ্রীলংকার পর এবার কি ভারতেও কোনঠাসা হয়ে যাচ্ছে মুসলিম সম্প্রদায়

বাংলা হান্ট ডেস্ক:শওকত আলী এবং তার বাবা গত কয়েক দশক ধরে আসামে একটি ছোট্ট খাবার দোকান চালান। সেখানে অন্যান্য খাবারের সঙ্গে থাকে গোমাংস। কিন্তু এতদিন এ নিয়ে কারোর সমস্যা ছিল না।

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে ঠিক কয়েকদিন পরেই আসামে হিন্দুদের হাতে নষ্ট হতে হয় এই মুসলিম ব্যবসায়ীকে।

ccc16 images 75

গো মাংস বিক্রি করার অপরাধে ওই ব্যবসায়ীকে কয়েকজন ঘিরে ধরেন,কাদার মধ্যে তাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়। কেউ কেউ তাকে জিজ্ঞেস করেন,’তুমি কি বাংলাদেশি?’

আবার কেউ কেউ তাকে জিজ্ঞেস করেন,’এখানে গোমাংস কেন বিক্রি করছ?’

আশেপাশের লোকজন এ ঘটনা দেখে প্রতিবাদ করা তো দূরের কথা ক্যামেরা বন্দী করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এই পুরো ঘটনার ভিডিও।

এই গোটা ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত স্বাভাবিক ভাবে হাঁটতে পারে না শওকত। ওই দিনের কথা মনে করলেই চোখে জল চলে আসে শওকতের।

শওকত বলেন,” আমার আর বেঁচে থাকার কোন মানেই নেই তারা আমার ওপর নয় বরং আমার ধর্ম বিশ্বাসের উপর আক্রমণ করেছে”

আসামে কেন্দ্র সরকার নাগরিকপঞ্জির উপর গুরুত্ব দিয়েছেন যারা ভারতীয় নন তাদের বের করে দেওয়ার হুমকি দেয়া হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে বেছে বেছে মুসলিমদের কে ভারত ছাড়ার হুমকি দেয়া হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে হিউম্যান রাইটস ওয়াচ বা মানবাধিকার সংগঠন জানান ২০১৫ সালের মে থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের ১২ টি রাজ্যে অন্তত ৪৪ জনকে হত্যা করা হয়েছে এর মধ্যে ৩৬ জন মুসলমান।

সম্পর্কিত খবর