রাতে স্কুলের ছাদে জমল আসর, নেশার চোটে সামলাতে না পেরে মত্ত জওয়ানের প্রাণহানির আশঙ্কা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই রবিবার লোকসভা নির্বাচনের শেষ দফা শান্তিপূর্ণ ভাবে মেটাতে আধাসেনা মোতায়েন করা হয়েছে বিভিন্ন কেন্দ্রে। কিন্ত এর মাঝেই ঘটে গেলো এক বিপত্তি। ছাদে বসে মদ্যপান করে মদ্যপ অবস্থায় পড়ে গেলেন এক আধাসেনা।

তাজু মার্ক নামে এক জওয়ান এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ঘটনার কেন্দ্রবিন্দু হল সোনারপুর।গতকাল ওই এলাকায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে আধাসেনা।

গতকাল রাতে দূর্গাপুর বালিকা বিদ্যালয়ের ছাদে কয়েকজন জওয়ান মিলে মদের আসর বাসায় আর সেখানেই ঘটে এই বিপত্তি। জানা গিয়েছে, সবাই এখানে একটু ফ্রেশ হতেই নেশাপান করতে বসেন এবং হাল্কা করে গানও চালানো হয় সেখানে। তাজু মার্ক নেশার চোটে মত্ত হয়ে উঠতে গেলে পা পিছলে ছাদের ধার দিয়ে নীচে পড়ে যান। পরে যাওয়ার সাথে সাথেই মাথায় গুরুতর চোট পান তিনি।

এলাকার লোকজন ধরাধরি করে তাজু কে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দু বোতল রক্ত দেওয়া হয় তাকে। প্রথম দিকে তাঁর অবস্থা গুরুতর হলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

X