বাংলাহান্ট ডেস্ক : ভারত (India) ও ফ্রান্সের মধ্যে আরও একটি নতুন রাফাল চুক্তি নিয়ে আলোচনা চলছে। ৫০ হাজার কোটি টাকা ২৬টি রাফালে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আলোচনা করছে দুই দেশ। ফরাসি সরকারের একটি দল আলোচনার জন্য আগামীকাল আসতে চলেছে ভারতে। তারপর দুই দেশের কর্মকর্তাদের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা হবে।
এই চুক্তির মূল উদ্দেশ্যই হল ভারতীয় নৌবাহিনীর জন্য যুদ্ধবিমান কেনা। প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা জানাচ্ছেন, ফরাসি সরকারের পক্ষ থেকে ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের সাথে আলোচনা করা হবে ফাইটার জেট চুক্তির জন্য। ফরাসি দলে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রনালয় এবং শিল্পের কর্মকর্তারা থাকবেন, যার মধ্যে মূল সরঞ্জাম প্রস্তুতকারক ডাসাল্ট এভিয়েশন এবং থ্যালেস থাকতে চলেছে।
আরোও পড়ুন : রাফাকে সমর্থন করে ট্রোলড রোহিত শর্মা স্ত্রী! চাপে ডিলিট করলেন ইনস্টা স্টোরি
অন্যদিকে ভারতের পক্ষ থেকে অংশগ্রহণ করবে প্রতিরক্ষা অধিগ্রহণ শাখা এবং ভারতীয় পরবর্তী নৌবাহিনীর সদস্যরা। সরকারি সূত্রের খবর, এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে চলতি অর্থবর্ষের মধ্যে। ভারতীয় নৌবাহিনীর বিমানবাহী বাহক আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্যের জন্য ২৬টি রাফাল সমুদ্র জেট কেনার জন্য ভারত যে দরপত্র দিয়েছিল তার প্রতিক্রিয়া জমা দিয়েছে ফ্রান্স।
সেই বিষয়ে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে ভারত ও ফ্রান্সের মধ্যে। এদিকে ভারতে তৈরি প্রথম টুইন-ইঞ্জিন ডেক-বেসড ফাইটারের প্রোটোটাইপটি ২০২৬ সালের মধ্যে আকাশে উড়তে পারবে বলে আশা করা হচ্ছে এবং ২০৩১ সাল থেকেই এই ধরনের বিমানের উৎপাদন শুরু করা যাবে।