বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় বড় খবর। এবার ইডির (ED) স্ক্যানারে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সূত্রের খবর রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি। বৃহস্পতিবার সকালে এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের খবর, ভোটের ফল ঘোষণার পরের দিন, ৫ জুন, ঋতুপর্ণাকে সল্টলেকের CGO কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, এমনটাই ইডি সূত্রে খবর মিলছে। এই মুহূর্তে ব্যক্তিগত কাজে মার্কিন মুলুকে রয়েছেন ঋতুপর্ণা। তাই ইডির তলবে সাড়া দেবেন কিনা তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল একাধিক অভিনেত্রী ও মডেলের। কিছুজনকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছিল ইডি। তবে রেশন দুর্নীতিতে এর আগে পর্যন্ত টলিউড যোগের কথা শোনা যায়নি। এবার শেষ দফা ভোটের ঠিক আগে রেশন দুর্নীতিতেও জুড়লো তারকা নাম।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick) গ্রেফতার করে ইডি (Enforcement Directorates)। তার আগে বাকিবুর নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা। তারপর একে একে বহুজনের নাম জড়িয়েছে দুর্নীতির তালিকায়।
আরও পড়ুন: ‘অভিষেককে গ্রেফতার করবে, করে দেখাও…’, ভরা সভায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা, তোলপাড়
গত বছর দুর্গাপুজোর পর গ্রেফতারির পর থেকে একাধিকবার জামিনের আবেদন করেছেন জ্যোতিপ্ৰিয় ওরফে বালু। তবে সুরাহা হয়নি। চলতি বছর জানুয়ারি মাসে রেশন দুর্নীতিতে উঠে আসে সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের নাম। আর এবার সেই তালিকায় নাম জুড়ল টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্তর।