বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha Electiomn 2024) শেষ দফার ভোটগ্রহণ পর্বের আগেই বৃহস্পতিবার রাজ্যজুড়ে প্রচারের ঝড় তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) তো বটেই একইভাবে প্রচারের কোনো কমতি রাখেনি রাম বাম সকলেই। তবে শনিবার ভোট সপ্তমির আগে বুধবার বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী। সঙ্গে ছিলেন ব্রাত্য বসু (Bratya Basu)।
সেখানেই এদিন বিজেপির বিরোধিতা করার পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে বামপন্থীদের (CPM) থাকা উচিত বলে দাবি করছেন ব্রাত্য বসু। কিন্তু হঠাৎ করেই ভোটের মধ্যে তার মুখে বামপন্থীদের জন্য গাল ভরা প্রশংসা শুনে প্রশ্ন উঠছে নানা মহলে। অনেকেই বলছেন কার্যত বিজেপিকে কোণঠাসা করে বামেদের ভোট তৃণমূলে টানতে এইভাবেই কৌশলী বার্তা দিলেন ব্রাত্য বসু। বুধবার বারাসাতে কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে এসেছিলেন বলিউডের নামজাদা অভিনেত্রী মন্দাকিনী।
এদিন মন্দাকিনীর সাথেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বারাসাত কেন্দ্র থেকে বলেছিলেন, ‘আমরা চাইব আমাদের রাজ্যে প্রধান বিরোধী মুখ বামপন্থীরাই হোক। কারণ কোনও সাম্প্রদায়িক বিভাজন মূলক দল আমাদের প্রধান প্রতিপক্ষ হিসাবে চাই না। এই রাজ্য সম্প্রীতির মাটি। ফলে মূল বিরোধী দল সিপিএম থাকুক বা কংগ্রেস থাকুক। কোনও বিভাজনমূলক দল চাই না। তাই বামপন্থীরা যে শূন্য হয়েছে নিজেদের ভুল রাজনীতির জন্য হয়েছে। নিজেদের ভুল যদি শুধরে নেয় তাহলে অসুবিধা নেই।’
আরও পড়ুন: ৩ বছর আগেই গোপনে বিয়ে সেরেছেন দেব? রয়েছে এক সন্তানও? খবর সামনে আসতেই শোরগোল
সেইসাথে বিস্ফোরক মন্তব্য করে তাঁর আরও সংযোজন, ‘আমি নিজে মনে করি বৃহত্তর ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একজন বামপন্থী নেত্রী। পশ্চিমবঙ্গ একটি লড়াই আন্দোলনের জায়গা। এই স্থানকে বিজেপির বোঝা সম্ভব নয়।’
প্রসঙ্গত এদিন ব্রাত্য বসুর এই মন্তব্যের পর প্রতিক্রিয়া দিতে গিয়ে সিপিএম নেতা বরুণ ভট্টাচার্য বলেছেন, ‘এই ব্রাত্য বসুরাই বলতেন সিপিএম-কে চোখে দেখা যাচ্ছে না। তাহলে এখন বোধদয় হয়েছে? ওঁদের বোঝা উচিৎ যত লাফালাফি করুন না কেন আমরা যেমন বিধানসভায় শূন্য। জেলেও শূন্য।’
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…