কয়লার কারবারের নাম শাহজাহানের! কোন নেতার সঙ্গে যোগাযোগ ছিল? সব ‘ফাঁস’ করল ED

বাংলা হান্ট ডেস্কঃ শেখ শাহজাহানের কীর্তি যেন প্যান্ডোরার বাক্স! ইডি পেটানোর অভিযোগে গত ফেব্রুয়ারী মাসে গ্রেফতার। এবার সন্দেশখালির (Sandeshkhali) বাদশা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি-সিবিআই (CBI)। সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, এলাকায় তাণ্ডব, মহিলাদের অত্যাচার, জমি জবরদখলের মতো অভিযোগ জমা পড়েছিল সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের বিরুদ্ধে। সেই সব নিয়ে তদন্ত চলাকালীনই এবার শাহজাহানের নতুন কীর্তি প্রকাশ্যে ফাঁস।

তদন্তকারী সংস্থা ইডির সূত্রের দাবি, শাহজাহান কয়লার কারবারের (Coal Supply) সঙ্গেও যুক্ত ছিলেন। তদন্তে নেমে শাহজাহানের কয়লা যোগ খুঁজে পেয়েছে ইডি। অভিযোগ, বেআইনি ভাবে কয়লা থেকেও তোলা আদায় করতেন শাহজাহান ও তার সঙ্গীরা। কয়লার জোগানে শাহজাহান এবং সঙ্গীরা কর হিসেবে টাকা আদায় করত বলে অভিযোগ। ইডির চার্জশিটেও এই কেলেঙ্কারির উল্লেখ রয়েছে বলে জানা গিয়েছে।

ইডির দাবি, প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন খোদ শাহজাহান। দুর্নীতির করেই এই সম্পত্তি করা হয়েছে। আর তার মধ্যে অন্যতম এই কয়লায় তোলাবাজি। এছাড়া রয়েছে, গ্রামবাসীদের কাছ থেকে জোর করে দামি জিনিসপত্র এবং নগদ টাকা আদায়ের অভিযোগও। ইডির দাবি, দুর্নীতি চলত শাহজাহানের সাবিনা ফিশার সাপ্লায়ার, শেখ সাবিনা মাছের আড়তের, ইটভাটার মাধ্যমেও। শেখ শাহজাহান মার্কেট থেকে কমিশন এবং ভাড়া বাবদও তোলা আদায় করতেন শাহজাহান।

আগেই ইডি আদালতে জানিয়েছে, শাহজাহান ও তার ধৃত ৪ সঙ্গীর সঙ্গে রাজ্যের ২-৩ জন মন্ত্রী জড়িত রয়েছে বলে তথ্য উঠে এসেছে। ইডির দাবি, সন্দেশখালির সাধারণ মানুষের জমি দখলের বেআইনি টাকা গিয়েছে মন্ত্রীদের পকেটেও। রাজ্য সরকার তরফে দেওয়া বিভিন্ন টেন্ডার ঘুরপথে শাহজাহানের ও তার সঙ্গীদের কাছে গেছে। এই ভাবেই আর্থিক ফায়দা লুটেছে শাহজাহান ও তার সঙ্গীরা।

seikh sahjahan

আরও পড়ুন: একটু পরই কলকাতায় ঝড়! দক্ষিণবঙ্গের ৮ জেলায় জারি হল হলুদ সতর্কতা: আবহাওয়ার খবর

গত জানুয়ারি মাসের ৫ তারিখ রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে লাইমলাইটে আসে শাহজাহান নাম। সেই সময় শাহজাহানের অনুগামীদের হাতে মার খেয়ে ফিরে আসতে হয় তদন্তকারীদের। তারপর থেকে সাধারণ মানুষজনের জমি দখল সংক্রান্ত একের পর এক অভিযোগ উঠে এসেছে। উঠে আসে ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগও। সেই সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই বিস্তর তদন্ত চালাচ্ছে ইডি-সিবিআই। উঠে আসছে নিত্যনতুন সব অভিযোগ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর